খেলা

তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া

মেলবোর্ন: প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড! হ্যাঁ, বক্সিং ডে টেস্ট চলাকালীন এমন মারাত্মক গরমই অপেক্ষায় রয়েছে ক্রিকেটারদের জন্য। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট এমসিজি’তে শুরু হবে বৃহস্পতিবার। আর সেদিনই তাপমাত্রার পারদ স্পর্শ করতে পারে চল্লিশ ডিগ্রি। এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের যথাযথ সতর্কতা নেওয়ার আবেদন রাখা হয়েছে। সান স্ক্রিন, টুপি ও পর্যাপ্ত পরিমাণে জলপানের পরামর্শ দর্শকদের দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই টেস্টে রেকর্ড পরিমাণ ক্রিকেটপ্রেমী গ্যালারিতে থাকতে চলেছেন। বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। এই আবহে দর্শকদের সুবিধার দিকে খেয়াল রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি,  ক্রিকেটারদের জন্য বাড়তি জলপানের বিরতি থাকার সম্ভাবনাও রয়েছে। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টি হতে পারে। তবে তা দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা। আর ওই সময়ই তাপমাত্রা সাধারণত চরমে ওঠে গ্রীষ্মের মেলবোর্নে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা,  প্রথম ও দ্বিতীয় সেশনে হয়তো খুব বেশি কষ্ট হবে না ক্রিকেটারদের।
পাঁচ টেস্টের সিরিজ এখন ১-১। পারথে ভারত জেতার পর অ্যাডিলেডে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ড্র হওয়ার নেপথ্যে বৃষ্টির বড় ভূমিকা রয়েছে। তবে মেলবোর্নে প্রকৃতি ততটা বাদ সাধবে না বলেই মনে করা হচ্ছে। ভারতীয় দল বৃহস্পতিবার পৌঁছে গিয়েছে মেলবোর্ন। শুক্রবার রোহিত ব্রিগেড বিশ্রামে কাটিয়েছে। কেউ কেউ ঘোরাঘুরিও করেছেন ছুটির মেজাজে। রবিচন্দ্রন অশ্বিনের অবসরের সিদ্ধান্ত নিয়ে এখনও শিবিরে চলছে চর্চা। মেলবোর্নের কম্বিনেশন নিয়ে অবশ্য কোনও সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তবে প্রথম এগারোয় পরিবর্তনের সম্ভাবনা কম। এটা অবশ্য অস্বীকারের কোনও জায়গা নেই যে, অধিনায়ক রোহিতের উপর রান করার জন্য চাপ বাড়ছে প্রচণ্ডভাবে। বিরাটকে নিয়েও উঠছে প্রশ্ন। 
এরমধ্যেই যশপ্রীত বুমরাহকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ের যে কোনও বোলারের চেয়ে অন্তত মাইলখানেক এগিয়ে রয়েছে বুমরাহ।’
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা