দেশ

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে চুপ শাহ

সুব্রত ধর, রানিডাঙা (শিলিগুড়ি): রানিডাঙার পাশেই বাংলাদেশ। দূরত্ব মাত্র দু’কিলোমিটার। অশান্ত পদ্মাপারে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুরা। সেখানে ভারত বিরোধী প্রচার অব্যাহত। কিন্তু শুক্রবার রানিডাঙায় এসএসবি’র ৬১তম প্রতিষ্ঠা দিবসের সভায় বাংলাদেশ নিয়ে একটিও শব্দ খরচ করলে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই আশ্চর্য নীরবতা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠে গিয়েছে। মোদি মন্ত্রিসভার সেকেন্ডে ইন কমান্ড অবশ্য নেপাল ও ভুটান সীমান্তে সক্রিয় রাষ্ট্রদ্রোহীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নকশাল দমনে তিনি এসএসবির ভূয়সী প্রশংসা যেমন করেন, তেমনি সভায় পর এসএসবি ক্যাম্পে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সঙ্গে বৈঠকেও মিলিত হন। সেখানে বাংলাদেশ পরিস্থিতি ও দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। যদিও বৈঠকের আলোচনা নিয়ে সরকারিভাবে কেউই মুখ খোলেননি। 
অভ্যন্তরীণ গোলমালে জেরবার পদ্মাপারে ক্রমাগত চলছে ভারত বিরোধী প্রচার। সেখানকার কট্টরপন্থীরা কলকাতা দখলের হুমকি পর্যন্ত দিয়েছে। রানিডাঙায় বাংলাদেশের বিরুদ্ধে শাহ কি বার্তা দেন সেদিকে তাকিয়ে ছিল আমজনতা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ইস্যু নিয়ে ‘রা’ করেননি। 
৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ এসএসবি’র শিলিগুড়ি ফ্রন্টিয়ারের ক্যাম্পে প্রবেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে শহিদ স্তম্ভে পুষ্প প্রদান করেন। সেখান থেকে ক্যাম্পের তিস্তা গ্রাউন্ডে যান। অফিসার ও জওয়ান মিলিয়ে প্রায় ২৫ জনের হাতে কর্মদক্ষতার জন্য পদক তুলে দেন। এসএসবি জওয়ানদের আবাসন, ব্যারাক ও ক্যাম্পের নতুন ভবন নির্মাণের শিলান্যাস ও উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে বরাদ্দের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদ্রোহীদের কড়া বার্তা দেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্র নেপাল ও ভুটানের সীমান্ত উন্মুক্ত। সংশ্লিষ্ট দুই সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসবি। অবিলম্বে ওই দুই সীমান্তে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িতদের খুঁজে বের করে আইনি পদক্ষেপ করার সংকল্প নিতে হবে। 
দুই সীমান্ত থেকেই মাদক কারবারি, মানব পাচারকারী সহ বেআইনি কার্যকলাপে অভিযুক্তদের পাকড়াও করেছে এসএসবি। ইতিমধ্যেই অভিযান চালিয়ে ১৮৩ মানব পাচারকারীকে ধরা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩০১ জনকে। এর মধ্যে ২৮১ জন শিশু। এছাড়াও জাল মুদ্রা, ১৬ হাজার কেজি মাদক, বিপুল পরিমাণ নেশার ট্যাবলেটও বাজেয়াপ্ত করেছে। নেপাল সীমান্তের নো ম্যান্স ল্যান্ড থেকে ১১০০ জনকে সরিয়ে উদ্ধার করা হয়েছে কয়েকশো একর জমি। স্বরাষ্ট্রমন্ত্রী নকশাল দমন এবং শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় এসএসবি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এসএসবির ডিজি অমৃতমোহন প্রসাদ, আইবির ডিরেক্টর তপনকুমার ডেকা এবং ভুটান ও নেপালের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সভার পর ক্যাম্পে এসএসবি, বিএসএফ, আইবি সহ বিভিন্ন এজেন্সির সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা