দেশ

ফরেস্ট অফিসারকে চড়, ৩ বছরের সাজা প্রাক্তন বিজেপি বিধায়কের

কোটা: ফরেস্ট অফিসারের দপ্তরে ঢুকে তাঁর গালে চড়। রাজস্থানে ২০২২ সালের এই ঘটনায় তিন বছরের সাজা হল প্রাক্তন বিজেপি বিধায়ক ভবানী সিং রাজাওয়াতের। কোটার বিশেষ তফসিলি জাতি-উপজাতি আদালত তিন বছরের কারাদণ্ড শুনিয়েছে প্রাক্তন বিধায়কের সঙ্গী মহাবীর সুমনকেও। ২০ হাজার টাকা করে জরিমানা হয়েছে দু’জনেরই। এক সরকারি আইনজীবী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ (কর্তব্যরত সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা ও হেনস্তা) সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন রাজাওয়াত ও সুমন।
দোষী সাব্যস্ত হওয়ার পর সাংবাদিকদের রাজাওয়াত বলেন, তাঁর বিরুদ্ধে এসসি-এসটি আইনের ৩ নম্বর ধারাতেও অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সেই অভিযোগে তিনি বেকসুর খালাস হয়েছেন। বাকি যে ধারাগুলিতে তিন বছরের সাজা ঘোষণা হয়েছে, সেই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ জানাবেন বলেও জানিয়েছেন  লাডপুরার এই প্রাক্তন বিজেপি বিধায়ক।
রাজাওয়াত ও সুমনের বিরুদ্ধে ২০২২ সালের ৩১ মার্চ নয়াপুরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন ডেপুটি বন সংরক্ষক (ডিসিএফ) রবিকুমার মীনা। ভারতীয় দণ্ডবিধি ও তফসিলি জাতি-উপজাতি আইনের ধারায় মামলা দায়ের হয়েছিল। প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, সমর্থকদের নিয়ে তিনি ডিসিএফ অফিসে ঢুকে পড়েন। একটি মন্দিরের সংস্কারের কাজ বন্ধ রাখার প্রতিবাদে কর্তব্যরত ফরেস্ট অফিসার মীনার গালে বাঁহাতে চড় কষান। ওই ঘটনার জেরে পুলিস রাজাওয়াত ও সুমনকে গ্রেপ্তার করে। রাজস্থান হাইকোর্ট জামিন মঞ্জুর করার আগে তাঁরা ১০ দিন জেলে কাটান। এবার বিশেষ আদালতে তিন বছরের কারাদণ্ড হল দু’জনেরই। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা