বিদেশ

জার্মানিতে ক্রিসমাসের ভরা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পিষ্ট হয়ে মৃত ২, আহত ৬০

বার্লিন, ২১ ডিসেম্বর: জার্মানিতে ক্রিসমাসের ভরা বাজারে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশু সহ দু’জনের। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। গতকাল, শুক্রবার জার্মানির ম্যাকডিবার্গ শহরে ঘটনাটি ঘটেছে। পুলিস ইতিমধ্যেই ঘাতক গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ম্যাকডিবার্গের টাউন হল এলাকায় ক্রিসমাসের একটি বড় বাজার বসেছিল। ফলে সেখানে বহু মানুষের ভিড় ছিল। সেই সময়ে একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে আচমকা বাজারের মধ্যে প্রবেশ করে। এরপরই বাজারে উপস্থিত থাকা একাধিক মানুষকে পর পর ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু সহ দু’জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ডাকা হয় অ্যাম্বুল্যান্স এবং দমকলকেও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।  
পুলিস সূত্রে খবর, ঘাতক গাড়িটির চালকের নাম তালেব (৫০)। সে সৌদি আরবের নাগরিক। পেশায় একজন চিকিৎসক। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর নেপথ্যে কোনও নাশকতার ছক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন পুলিস আধিকারিকরা। বর্তামানে তালেবকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। তিনি তাঁর সমাজমাধ্যমে লেখেন, “ম্যাকডিবার্গের ঘটনায় আমি উদ্বিগ্ন এবং মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে তাঁদের কাজ শুরু করেছে। এর জন্য তাঁদের ধন্যবাদ জানাই।” আজ, শনিবার ম্যাকডিবার্গে আসতে পারেন শোলৎজ।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা