বিদেশ

ক্যান্সারের টিকা আবিষ্কারের দাবি রাশিয়ার, নতুন বছরে বিনামূল্যে দেওয়া হবে রোগীদের

মস্কো: চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী সাফল্যের ইঙ্গিত! রাশিয়ার দাবি, বাগে আনা গিয়েছে ক্যান্সার। তারা এই মারণ-রোগের টিকা আবিষ্কার করে ফেলেছে। রুশ সংবাদ সংস্থা তাস-এর রিপোর্টে এই দাবি করা হয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের অধীনে থাকা রেডিওলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপরিন বলেছেন, ক্যান্সার-রোধী এই এমআরএনএ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে রোগীদের। ২০২৫ সালের গোড়াতেই টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। বিভিন্ন গবেষণা সংস্থার সহযোগিতায় গড়ে উঠেছে ক্যান্সারের এই ভ্যাকসিন।
এর আগে গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডিরেক্টর আলেখজান্ডার গিনৎসবার্গ তাসকে জানান, প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, ভ্যাকসিনটি টিউমারের বৃদ্ধি প্রতিহত করতে পারছে। আকটানো যাচ্ছে দেহে ক্যান্সারের ছড়িয়ে পড়াও। আন্দ্রে কাপরিনের গলাতেও শোনা গেল একই দাবি। তাঁরও বক্তব্য, এই টিকার প্রয়োগে টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। শরীরের অন্যান্য কোষে ছড়িয়েও পড়াও প্রতিহত করা যাচ্ছে।
চলতি বছরের গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে ভবিষ্যতের প্রযুক্তি সংক্রান্ত মস্কো ফোরামের অনুষ্ঠানে দাবি করেছিলেন, নতুন প্রজন্মের জন্য ক্যান্সারের তথা-কথিত টিকা ও প্রতিরোধী ওষুধ গড়ে তোলার খুব কাছে পৌঁছে গিয়েছি আমরা। আশা করছি, দ্রুতই তা রোগীদের চিকিৎসায় কার্যকরীভাবে ব্যবহার করা সম্ভব হবে। পুতিনের ওই বক্তব্যের রেশ ধরেই নতুন বছরের প্রাক্কালে মস্কো দাবি করল, ক্যান্সারের টিকা এই তাদের হাতের মুঠোয়।       
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা