বিনোদন

অস্কারের দৌড় থেকে বাদ পড়ল ‘লাপাতা লেডিজ’

মুম্বই: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছিল আমির খান প্রযোজিত এই ছবি। তবে শেষ ১৫টি ছবির তালিকায় আর জায়গা হল না ‘লাপাতা লেডিজ’-এর। মঙ্গলবার অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফে ১০টি বিভাগের সেরা ১৫-এর মনোনয়ন প্রকাশ করা হয়। তার মধ্যে বিদেশি ভাষার ছবির বিভাগে শেষ ১৫টি ছবির মধ্যে জায়গা হয়নি এই ছবির। প্রযোজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘এবছর অস্কারের শর্টলিস্টে জায়গা পেল না ‘লাপাতা লেডিস’। আমাদের খারাপ লাগছে, একথা ঠিক। একইসঙ্গে আমরা এই জার্নিতে যত সমর্থন পেয়েছি, তাতে সকলের প্রতি কৃতজ্ঞ। ছবিটিকে এতদূর পৌঁছে দেওয়ার জন্য অ্যাকাডেমি কর্তৃপক্ষ এবং ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জুরিদেরও ধন্যবাদ। বিশ্বজুড়ে এত সুন্দর সব ছবির সঙ্গে প্রতিযোগিতায় থাকাটাও সম্মানের। আমাদের কাছে এটা শেষ নয়। বরং পরের ধাপের সূচনা। ভবিষ্যতে অসাধারণ কিছু গল্প নিয়ে ছবি তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর।’ এই খবরে দৃশ্যতই হতাশ সিনে-দর্শক। ইন্ডাস্ট্রির বড় অংশের মতে, আমির খানের অস্কার ভাগ্য যে ভালো নয়, তা যেন ফের প্রমাণ হল। ২০০২-এ অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল আমির খান অভিনীত ‘লগান’। সে ছবিও শেষ পর্বে ছিটকে যায়। ফলে আমিরের অস্কার স্বপ্ন অধরা থাকল এবারও। তবে সিনেপ্রেমীদের জন্য একটা সুখবরও রয়েছে। ‘লাপাতা লেডিজ’ হতাশ করলেও এখনও টিকে রয়েছে সন্ধ্যা সুরি পরিচালিত ছবি ‘সন্তোষ’। বিদেশি ভাষার ছবির বিভাগে জায়গা পেয়েছে এই ছবিটি। সাহানা গোস্বামী অভিনীত এই ছবি ব্রিটেনের প্রতিনিধিত্ব করছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা