বিনোদন

উস্তাদ জাকির হোসেনের জীবনাবসান, নিশ্চিত করল পরিবার

সানফ্রান্সিসকো, ১৬ ডিসেম্বর: সঙ্গীত জগতে ইন্দ্রপতন! প্রয়াত উস্তাদ জাকির হোসেন। বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল রাত থেকেই কিংবদন্তি এই তবলা শিল্পীর প্রয়াণের খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভারতীয় সময় আজ মঙ্গলবার সকালে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করল শিল্পীর পরিবার।   
গত কয়েকদিন আমেরিকার সানফ্রান্সিসকোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রবিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছিল। আইসিইউতে ভর্তি ছিলেন শিল্পী। রক্তচাপ জনিত সমস্যার ফলে হার্টের সমস্যাও ধরা পড়েছিল কিংবদন্তি তবলা বাদকের। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতালে ভর্তির পর শিল্পীর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হোসেন অসুস্থ। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধও জানিয়েছিল শিল্পীর পরিবার। এমনকী বাতিল করা হয়েছিল জাকির হোসেনের কলকাতার অনুষ্ঠানও। এরপরই গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর চাউর হয়ে যায়।
জাকির হোসেনের প্রয়াণে সঙ্গীত জগতে একটি যুগের সমাপ্তি হল। ভারতীয় তথা বিশ্ব সঙ্গীত জগতের জন্য অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া।
প্রসঙ্গত, সঙ্গীতজগতে তিনি ছিলেন এক নক্ষত্র। মাত্র ৭ বছর বয়সে তবলায় হাতেখড়ি। ১২ বছর থেকেই তিনি দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতেন। জাকির হোসেনের সুর, তাল এবং তবলায় তাঁর অসামান্য দক্ষতা অচিরেই তাঁকে পৃথিবীতে শ্রদ্ধার পাত্র করে তোলে। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত তো বটেই , আন্তর্জাতিক সঙ্গীত জগতেও বিরাট অবদান রয়েছে তাঁর। একদিকে বিটলস খ্যাত জর্জ হ্যারিসনের মিউজিক অ্যালবাম বা ভ্যান মরিসনের মতো শিল্পীর সঙ্গেও যেমন কাজ করেছেন, তেমনই আবার সঙ্গত করেছেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, শিবকুমার শর্মার মতো দিকপালেদেরও। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং গ্র্যামি সবকটি পুরস্কারই পেয়েছেন তিনি। জাকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতকুল সহ গোটা দেশ।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা