দেশ

ষাটোর্ধ্বদের ফ্রি চিকিৎসা, দিল্লিতে ভোটের মুখে বড় ঘোষণা কেজরির

নয়াদিল্লি: সঞ্জীবনী যোজনা। এই প্রকল্পের অধীনে দিল্লিতে ৬০ বছরের উর্ধ্বে সকলকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। বুধবার এমনই ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। রাজধানীর মসনদ দখলের লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। একইভাবে ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টিও। তাই একের পর নয়া প্রকল্পকে হাতিয়ার করে নির্বাচনী জমি শক্ত করার চেষ্টায় রয়েছেন আপ সুপ্রিমো। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লির ১৮ বছরের উর্ধ্বে মহিলাদের প্রতিমাসে নগদ অর্থ দেওয়ার ঘোষণা করেছিলেন কেজরিওয়াল। এবার বর্ষীয়ান নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নয়া প্রকল্প। প্রসঙ্গত, সম্প্রতি মোদি সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পে সত্তেরোর্ধদের স্বাস্থ্য বিমায়  নিখরচায় চিকিৎসা পরিষেবা প্রদানের ঘোষণা করেছিল। এই সুবিধার কথা ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি দিল্লির সরকারকে নিশানা করেছিলেন। এবার পাল্টা প্রকল্পের ঘোষণা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিকে চাপে ফেললেন বলে মনে করা হচ্ছে। 
এদিন দিল্লিতে এক সভায় রামায়নের প্রসঙ্গ টেনে আপ সুপ্রিমো বলেন, ‘লক্ষ্মণ অসুস্থ হয়ে পড়ায় যেভাবে হনুমান সঞ্জীবনী এনেছিলেন। ঠিক সেভাবেই আপনাদের ছেলে কেজরিওয়াল সঞ্জীবনী যোজনা নিয়ে হাজির হয়েছে। এক্ষেত্রে ধনী-গরিব কোনও ভেদাভেদ থাকবে না। সবাইকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হল, চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার।’ তিনি আরও জানিয়েছেন, ভোটে জিতে ক্ষমতায় ফিরলেই এই প্রকল্পটি কার্যকর হবে। তবে দুই-তিন দিনের মধ্যেই প্রকল্পে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে যাবে। এক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্তকরণের কাজ করবেন আপ কর্মী-সমর্থকরা। ভোটের বাক্সে সঞ্জীবনী প্রকল্পের কতটা সুফল আপ তুলতে পারবে, তা ভবিষ্যৎই বলবে। 
‘সঞ্জীবনী যোজনা’র কথা ঘোষণা করছেন অরবিন্দ কেজরিওয়াল। -পিটিআই
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা