রাজ্য

‘এক দেশ এক ভোট’ বিল: যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূলের কল্যাণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত সংবিধান সংশোধন বিল সংসদের যৌথ কমিটি আলোচনার জন্য রাজি মোদি সরকার। বুধবার এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন ৩১ জন। তাঁদের মধ্যে ২১ জন লোকসভা ও ১০ জন রাজ্যসভার। জানা গিয়েছে, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যৌথ কমিটিতে থাকছেন প্রিয়াঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, রণদীপ সিং সুরজেওয়ালা এবং সুখদেও ভগত। তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। ডিএমকে’র থেকে টি এম সেলভা গণপতি এবং পি উইলসন। বিজেপির পক্ষ থেকে থাকছেন সম্বিত পাত্র, কেন্দ্রীয় মন্ত্রী অনিল বালুনি ও অনুরাগ সিং ঠাকুর। নাম রয়েছে বাঁশুরি স্বরাজের। ধর্মেন্দ্র যাদব সমাজবাদী পার্টির পক্ষ থেকে কমিটিতে থাকছেন। প্রধান হবেন বিজেপির পিপি চৌধুরী। এছাড়াও থাকছেন এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনা (সিন্ধে)-র শ্রীকান্ত সিন্ধে। 
লোকসভায় বিল পেশের সময় যেভাবে বিরোধীরা একজোট হয়ে বিরোধিতা করে। একইভাবে সংসদীয় কমিটিতেও এই বিল আটকানোর প্রবল চেষ্টা করবে তারা। বৃহস্পতিবার আসাদউদ্দিন ওয়েসি বলেন, সরকার কোনওভাবেই বিল পাশ করাতে পারবে না। হুইপ দিয়েও বিল পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট কোথা থেকে যোগাড় করবেন মোদি? সভায় যদি ৫৪২ জন সাংসদই (স্পিকার সাধারণত ভোট দেন না। ড্র হলে মত দেন) হাজির থাকেন, তাহলে বিলের পক্ষে ভোট পড়তে হবে ৩৬২। বিজেপির কাছে কি ওই সংখ্যা আছে? ফলে, এটি স্রেফ বিরোধীদের শঙ্কিত করার বৃথা চেষ্টা। কংগ্রেসের মানিক্কম টেগর বলেন, মঙ্গলবারই তো মোদিজির শক্তি ফেল করেছে। বিল পেশেই দেখা গিয়েছে সংখ্যা নেই। বিরোধীরা ১৯৮। আর সরকার পক্ষে ২৬৩। খোদ প্রধানমন্ত্রীই তো দলের হুইপ অমান্য করেছেন। আর এতেই প্রশ্ন উঠেছে, এই বিল নিয়ে আদৌ সিরিয়াস তো বিজেপি? 
সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের ‘নারী শক্তি’। মহুয়া মৈত্র ও জুন মালিয়া। বুধবার পিটিআইয়ের তোলা ছবি।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা