রাজ্য

দ্বিবেদীর নেতৃত্বে ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার। অবসরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের মুখ্য উপদেষ্টাও নিযুক্ত হন তিনি। গ্রাম পঞ্চায়েতের  জন্য অর্থ বরাদ্দ করের ভাগ প্রাপ্তি, পঞ্চায়েত ও পুরসভার আর্থিক অবস্থার পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পেশ করা অর্থ কমিশনের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর চতুর্থ ও পঞ্চম অর্থ কমিশন গঠিত হয়। দুটি কমিশনের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান পরিবর্তন করা হলেও যে তিনজন সদস্য থাকছেন তাঁরা পঞ্চম কমিশনে ছিলেন। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বর্ণালি বিশ্বাস, অবসরপ্রাপ্ত ডব্লুবিসিএস অফিসার আশিস চক্রবর্তী ও ব্যাঙ্কিং ক্ষেত্রের বিশেষজ্ঞ রুমা মুখোপাধ্যায়। চতুর্থ অর্থ কমিশন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত হয়। কমিশন সরকারের কাছে অন্তর্বর্তী সুপারিশ পেশ করে ২০২৩-এর জানুয়ারিতে। ষষ্ঠ অর্থ কমিশনের কার্যকাল শুরু হবে আগামী ১ এপ্রিল। এর কার্যকাল থাকবে ৫ বছর। কাজ শুরু করার ছ’মাসের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট পেশ করতে হবে কমিশনকে। 
এদিকে রাজ্য প্রশাসনে আইএএস এবং আইপিএস আধিকারিক পর্যায়ে কিছু রদবদল হয়েছে। আইপিএস আধিকারিক রাজেশ কুমার কারাদপ্তরের প্রধান সচিব হচ্ছেন। পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব আইএএস আধিকারিক রোশনি সেনকে। তিনি মৎস্য দপ্তরের দায়িত্বেও থাকবেন। পরিবেশ দপ্তরের প্রধান সচিব ছিলেন রাজেশ কুমার। হিডকোর ম্যানেজিং ডিরেক্টরের  দায়িত্ব পেলেন আইএএস শশাঙ্ক শেঠি। তিনি পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের পদে ছিলেন। ওই পদে গেলেন আইএএস অভিষেক তেওয়ারি। ইয়েলুচুরি রত্নাকর রাও অপ্রচলিত বিদ্যুৎ দপ্তরের সচিব হয়েছেন।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা