রাজ্য

বিগত তিন বছরের মধ্যে এবারই  ম্যালেরিয়ার দাপট সবচেয়ে কম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ তিনবছরের মধ্যে ম্যালেরিয়ার দাপট সবচেয়ে কম এবছর। স্বাস্থ্যদপ্তরের অভ্যন্তরীণ পর্যালোচনায় প্রকাশ: ২০২২ সালে বাংলায় মোট ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৪০,৫৯৪। গতবছর তা কমে হয় ২৬,৪৯৩। ২০২৩-এর নভেম্বর পর্যন্ত ছিল ২৫,২৮৪। আর এবছরের নভেম্বর পর্যন্ত তা অনেকটাই কম—২০,৫১৫। তবে চিন্তার বিষয় হল, বাংলায় ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা মোটেই কম নয়। ২০২২-এর তুলনায় কম হলেও, ২০২৩-এর নভেম্বরের তুলনায় এবারের নভেম্বরে আক্রান্তের সংখ্যা঩ খানিকটা বেশিই। তাই পরিস্থিতির দিকে নজর রাখতে রাজ্যের কয়েকটি কর্পোরশন, পুরসভা এবং ব্লকের পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হয়েছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত দু’দিনের এই পর্যালোচনা বৈঠকে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, যক্ষ্মার হাল হকিকত, মানসিক স্বাস্থ্য থেকে অন্ধত্ব নিবারণ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন সরকারি কর্মসূচি কোথায় কতটা রূপায়িত হচ্ছে, কী কী খামতি রয়েছে তাতে, তা জানতে সোমবার থেকে শুরু হয় রাজ্যস্তরের এই পর্যালোচনা বৈঠক। বৈঠকে স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তারা এবং সব জেলার সিএমওএইচ ও দু’জন করে জেলাস্তরের স্বাস্থ্যকর্তা ছিলেন। 
প্রথমদিন নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা হয়। তারপরই আলোচনা হয় ডেঙ্গু, ম্যালেরিয়া, হেপাটাইটিস, কুষ্ঠ প্রভৃতি সংক্রামক ব্যাধি নিয়ে। এছাড়া মা, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, টিকাকরণ, স্বাস্থ্যের গুণগত মানোন্নয়নের কাজের অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া হয়।
22h 22m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা