বিনোদন

অপেক্ষার অবসান, মুক্তি পেল ‘খাদান’ ছবির ট্রেলার

কলকাতা, ১৮ ডিসেম্বর: দীর্ঘ অপেক্ষার অবসান। আজ, বুধবার মুক্তি পেল দেব এবং যীশু সেনগুপ্ত অভিনীত ‘খাদান’ ছবির ট্রেলার। গত রবিবারই এই ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে তা হয়নি। আড়াই মিনিটের ট্রেলারে নজরকাড়া অ্যাকশন এবং চমকপ্রদ সংলাপ সিনেমা প্রেমীদের মন জয় করেছে। ছবিটির প্রেক্ষাপট কয়লা খনির কাহিনি। আগামী শুক্রবার অর্থাৎ ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘খাদান’। তার আগে আজ ছবিটি ইউ/এ সার্টিফিকেটও পেয়ে গিয়েছে।
‘খাদান’ ছবিতে দেবের চরিত্রের নাম ‘শ্যাম মাহাতো’। অন্যদিকে রয়েছে যীশু সেনগুপ্ত। তাঁর চরিত্রের নাম ‘মোহন’। ট্রেলারের শুরুতেই দেখা যায় বিস্তীর্ণ কয়লাখনির এলাকা। সেখানেই একটি ট্রেন লাইনের উপর দিয়ে বাইক চালাচ্ছেন দেব। পিছনে রয়েছেন যীশু। আবহে এক শিশুর কণ্ঠস্বর, “মা একটা রাজার গল্প বলো না...”। উত্তরে এক নহিলা বললেন “লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, আর মানুষের মনে মাসিহা।” তারপরই শুরু হয়ে যায় দেবের অ্যাকশন। অ্যাকশনের পাশাপাশি বিশেষ নজর কেড়েছে ছবির সংলাপ। “যা যা বলে দে, তোর বাপ এসেছে” কিংবা “ক্ষুদার্ধ বাঘ আর শ্যাম মাহাতোর রাগ-এই দুইয়ের সামনে আসতে নাই।” অন্যদিকে, ট্রেলারের ঝলকে দেখা মিলল ‘শ্যাম’ এবং ‘মোহন’-এর বন্ধুত্বেরও। ছবিতে আলাদা করে রোম্যান্টিক ট্র্যাক থাকবে, তার আভাসও মিলল ট্রেলারে। সব মিলিয়ে সিনেমা প্রেমীদের মনে যে বিশেষ জায়গা করে নিয়েছে আড়াই মিনিটের ট্রেলারটি, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী শুক্রবার হল কাঁপাতে আসছে ‘খাদান’।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা