বিনোদন

‘সাফল্য ধীরে এলে তার আলাদা মজা’

মুক্তির অপেক্ষায় মানসী সিনহা পরিচালিত ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’। সেই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন অর্জুন চক্রবর্তী।

ছবি জুড়ে কি নস্টালজিয়া?
পুরনো বাড়ি, যৌথ পরিবার, যেগুলো আজকাল আমরা আর দেখতে পাই না, যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো কেন্দ্র করেই এই ছবির গল্প তৈরি করা হয়েছে। আসলে আমাদের ওল্ড স্কুলে ফিরে যাওয়ার একটা ইচ্ছে সবসময় থাকে। যদিও আমার পরিচিতদের মধ্যে অনেকেরই যৌথ পরিবার রয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গায় এখন নিউক্লিয়ার ফ্যামিলি। তাই পুরনো বাড়ি বাঁচিয়ে রাখা, সেই সংস্কৃতিকে ধরে রাখা, সব মিলিয়ে ছবিটি বাঙালিকে খুব নস্টালজিক করে তুলবে।

যৌথ পরিবারের অভিজ্ঞতা না থাকলেও দর্শক রিলেট করতে পারবেন?
বাংলা ছবি, বাঙালিদের নিয়ে ছবি। ফলে সব বয়সের দর্শকের ভালো লাগবে। আমিও তো যৌথ পরিবারে বড় হইনি। কিন্তু চিত্রনাট্য আমার ভালো লাগল কেন? কারণ ভালো গল্প রয়েছে। এই শহরকে নিয়ে গল্প। পরিবারের গল্প। পরিবার সকলেরই আছে। ফলে যৌথ পরিবারে না থাকলেও রিলেট করা যাবে। বাঙালির অচেনা পৃথিবী তো নয়।

পরিচালক হিসেবে মানসীকে কেমন দেখলেন?
মানসীদির সঙ্গে আগে আমি অভিনয় করেছি। ওঁর পরিচালনায় প্রথম কাজ করলাম। মানসীদি খুব গোছানো পরিচালক। কখনও মনে হয়নি, এর আগে একটাই ছবি করেছেন।

শ্যুটিং শুরুর আগে ওয়ার্কশপ করেছিলেন?
পরিচালক কীভাবে ছবিটা দেখছেন, সেটা নিয়ে কথা বলে নিয়েছিলাম। আমার চরিত্র বাড়ির বড় ছেলে। প্রত্যেকটি চরিত্রই অত্যন্ত পারিবারিক। এক বাড়ির দুই ভাইয়ের সঙ্গে অন্য এক বাড়ির দুই বোনের প্রেমের যে মজা, সেটা গল্পে রয়েছে।

নতুন কী কী কাজ আসছে?
সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরানী’, অরিত্র সেনের ‘প্রান্তিক’ তৈরি হয়ে রয়েছে। এক এক করে রিলিজ করবে। এখনই আর অন্য কোনও কাজ নেই। খুব যে ইন্টারেস্টিং স্ক্রিপ্ট আসছে, তেমন নয়। তবে আরও দু’একটা প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। কিন্তু আর একটু এগলে জানাব।

মুম্বইয়ের কিছু অফার আছে?
এখনও ইন্টারেস্টিং কিছু আসেনি।

টেলিভিশনে ফিরবেন?
ভালো কিছু থাকলে টেলিভিশন, সিনেমা, ওটিটি— সবকিছুতেই আমি ওপেন। সকলেই সেটা জানেন (হাসি)। 

বছর প্রায় শেষ। এবছরে আপনার সেরা প্রাপ্তি কী?
প্রতি বছরের সেরা প্রাপ্তি আমার মেয়ে অবন্তিকার বেড়ে ওঠা সামনে থেকে দেখা। সুযোগ পেলে আমি বাড়িতে থাকতেই পছন্দ করি। আমার প্রাপ্তি সব সময়ই পরিবারকে ঘিরে। এবছর কাজও হয়েছে। একটু স্লো হলেও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট করেছি। 

আজকের যুগে সকলেই ছুটছেন... 
(প্রশ্ন শেষের আগেই) হ্যাঁ, ছুটছি আমিও। ভালো কাজ করার জন্য ছুটছি। ভালো ব্যক্তিগত এবং পেশাদার জীবন সকলে চায়। চেষ্টা করাটাই ছোটা। তার মধ্যেও আমি মনে রাখি, যা পেয়েছি, অনেকটাই পেয়েছি। অবশ্যই আরও ভালো কাজ করতে চাই। ভালো বাবা, ভালো স্বামী, ভালো অভিনেতা হতে চাই। কিন্তু স্লো সাকসেসের মধ্যে আলাদা একটা মজা আছে। সব কিছু ওভারনাইট হয়ে গেলে বেশি পাওয়া হয়ে যায়। 

শোনা যায়, ইদানীং প্রযোজক নিজেই টিকিট কেটে সিনেমাহল ভরিয়ে দেন, এটা সত্যি?
আসলে এই প্রশ্নগুলো কখনও কোনও প্রযোজককে করিনি। আমার করা শেষ যে ছবি বক্স অফিস সাফল্য পেয়েছে সেটা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। আমার তো মনে.ৈ হয় সেটা খুবই অর্গানিক সাফল্য ছিল। আমি যেটুকু জানি, আমার মনে হয় না এগুলো সত্যি।
স্বরলিপি ভট্টাচার্য
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা