বিনোদন

অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’, হতাশ সিনেমা প্রেমীরা

১৮ ডিসেম্বর: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিজ’। গতকাল, মঙ্গলবার আকাদেমি অফ মোশান পিকচার্স , আর্টস অ্যান্ড সাইন্স সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় মোট ১৫টি ছবিকে বেছে নিয়েছে। কিন্তু এই ১৫টি ছবির মধ্যে জায়গা করে নিতে পারল না ‘লাপাতা লেডিজ’। এই খবর প্রকাশ্যে আসতেই হতাশ হয়েছেন সিনেমা প্রেমীরা।
২০২৫-এর আকাদেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসেবে ‘লাপাতা লেডিজ’-এর নাম ঘোষণা করে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। ভারতের হয়ে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরি’-তে অস্কারের দৌড়ে সামিল হয় ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’।
গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপাতা লেডিজ’। বক্স অফিসে সুপারহিট এই ছবি অতি সাধারণ একটি সামাজিক পটভূমিতে তৈরি। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরই অবশ্য তার খানিকটা আঁচ পেয়েছিলেন সিনেমা প্রেমীরা। ছবিটি দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’-র সঙ্গেও কিছুটা মিল খুঁজে পেতে পারেন বাঙালিরা। তবে ঘোমটার আড়ালে থাকা বউ বদলে যাওয়া ছাড়া এই ছবির সঙ্গে নৌকাডুবির আর কোনও মিলই নেই। মুক্তির পর একের পর এক থিয়েটারের পাশাপাশি ওটিটিও কাঁপিয়েছে এটি। এতে ছিল একগুচ্ছ নতুন মুখও। তাঁদের মধ্যে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশী গোয়েল এবং প্রতিভা রত্না। এছাড়াও ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন ভোজপুরী অভিনেতা রবি কিষাণ এবং ছায়া কদমরা। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ছবিটি নির্মিত হলেও, ছবিটি আয় করেছিল আনুমানিক ২৫ কোটি টাকা।
এই ছবিটিতে ফুল-দীপক জুটির মিষ্টি প্রেম নিমেষেই দর্শকদের মন জয় করেছিল। রাতারাতি কেড়ে নিয়েছিল সুপারহিটের তকমা। এটিতে নেই তেমন কোনও চাকচিক্য, চমক। বরং এটি নিতান্তই একটি সাদামাটা গল্প। এটিকে যে এভাবে ভালবেসে গ্রহণ করবেন দর্শকরা, তা হয়তো ভাবতে পারেননি খোদ পরিচালকও।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা