রাজ্য

সত্যেন্দ্রনাথ বসুর ৬৪ বছর আগের বক্তৃতা প্রকাশ করছে বিআইটিএম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬৪ বছর আগের মে মাস। প্রবল গরমের মধ্যে বালিগঞ্জের বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজিক্যাল মিউজিয়ামের উঠোনে বক্তব্য রাখছেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। ভাষণের বিষয়, ‘স্থানীয় ভাষায় বিজ্ঞান’। বিআইটিএমে’র প্রথম বর্ষপূর্তিতে পড়ুয়া থেকে সাধারণ, গবেষকরা ভিড় করে শুনছেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর বক্তব্য। বক্তব্যের শেষে তিনি বললেন, ‘আমি আজ অনেক ছবি আপনাদের দেখাতে চাই। কিন্তু হাতে আর সময় নেই। সুতরাং এখানেই শেষ করলাম’। সত্যেন্দ্রনাথ বসুর সেই বক্তব্য আজও থেকে গিয়েছে। বিআইটিএম যত্ন করে রেখে দিয়েছে বক্তব্যের রেকর্ডিং। ক্যাসেট থেকে সেই রেকর্ডিং উদ্ধার করা হয়েছে। প্রকাশ করা হচ্ছে আজ, বৃহস্পতিবার।
বোস স্ট্যাটিসটিক্সের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষ্যে এই অডিও প্রকাশ হচ্ছে বিআইটিএমে। উপস্থিত থাকবেন সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির অধ্যাপক ড. চন্দ্রিমা সাহা, বোস ইনস্টিটিউটের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান ড. সুপ্রকাশচন্দ্র রায়। সত্যেন্দ্রনাথ বসুর বক্তব্যটি বাংলায় রয়েছে। এখন বিআইটিএমে প্রায়শই বিজ্ঞানীরা এসে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য, ১৯৬০ সালে সত্যেন্দ্রনাথ বসুকে দিয়েই বক্তব্য সংরক্ষণ করার ধারা শুরু হয়েছিল। বক্তব্যটি ইংরেজিতেও তর্জমা করা হয়েছে। সত্যেন্দ্রনাথ বসুর একটি ছবিও রয়েছে বিআইটিএমের আর্কাইভে। সেই ছবি দেখে প্রতিষ্ঠানের বর্তমান আধিকারিকদের অনুমান, এখন যেখানে মহিলা বিজ্ঞানীদের মূর্তি রয়েছে, সেখানেই বক্তব্য রেখেছিলেন বিজ্ঞানী। তবে অডিওটি কিন্তু বাড়ি বসে শোনা যাবে না। এদিন প্রকাশের পর বিআইটিএমের ভিতরেই এই অডিও ক্লিপ রাখা থাকবে। মিউজিয়ামে এলে শোনা যাবে সেদিনের মূল্যবান বক্তব্যটি। অন্যদিকে এদিনই বিআইটিএমে শুরু হচ্ছে কলকাতা জেলা বিজ্ঞান মেলা। বৃহস্পতি ও শুক্রবার চলবে। এ বছরের থিম দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা