রাজ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, বাড়ল তাপমাত্রা, এবারেও কি ‘উষ্ণ’ বড়দিন?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে  জাঁকিয়ে শীত পড়েছিল। সেটা কিছুটা কমজোরি হতে শুরু করেছে সোমবার থেকে। আপাতত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে বলে  জানিয়েছেন আবহাওয়বিদরা। আগামী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ে দার্জিলিং ও কালিম্পংয়ে হাল্কা বৃষ্টি এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবারের পর ফের জাঁকিয়ে শীত ফিরে আসবে এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। বড়দিনের সপ্তাহে ফের কনকনে ঠান্ডা থাকবে। এমন সম্ভাবনাই রয়েছে।
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকছে। পাশাপাশি পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তুরে হাওয়া দুর্বল হতে শুরু করেছে। যার ফলে শহর থেকে জেলায় বাড়ছে তাপমাত্রা। উধাও হচ্ছে শীত।
আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে শহরের আকাশে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টি হয়নি।
22h 22m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা