রাজ্য

ডাকঘর গ্রাহকদের পাচার হওয়া তথ্য দিয়ে হতো বাংলাদেশিদের ভুয়ো নথি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকঘরে গ্রাহকদের জমা থাকা নথি চলে গিয়েছে পাসপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত কিং পিন সমরেশ বিশ্বাসের কাছে। এগুলি ব্যবহার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরির জন্য। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে সিকিউরিটি কন্ট্রোলের অফিসারদের (এসসিও)। পোস্ট অফিসের নথি এভাবে বাইরে বেরিয়ে আসায় রীতিমতো উদ্বিগ্ন তদন্তকারীরা। যে সমস্ত ডিআইবি অফিস থেকে পাসপোর্টের নথি যাচাই না করেই আপলোড করে দেওয়া হয়েছে, তাদের চিহ্নিত করেছেন তদন্তকারীরা।
পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে অফিসাররা আগেই জেনেছিলেন, ভুয়ো নথিতে আধার নম্বর এক রেখে বদলে দেওয়া হয়েছে নাম ও ছবি। এই কাজটি বাড়িতে বসেই করত সমরেশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, আধার, ভোটার, প্যান তৈরির জন্য সরকারের যে ফরম্যাট রয়েছে, সেগুলি সে নকল করে। এই কাজে তাকে সাহায্য করে ছেলে রিপন। তারপর জাল নথি তৈরি শুরু করে। কিন্তু বিপুল পরিমাণ আধার, ভোটার ও প্যান কার্ডের নম্বর পেত কোথা থেকে, তাই নিয়ে তদন্ত শুরু করে। অভিযুক্ত সমরেশ জিজ্ঞাসাবাদে জানায়, তার সঙ্গে সীমান্ত লাগোয়া বসিরহাট, বনগাঁ, নদীয়া, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক পোস্ট অফিসের কর্মীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশি লোক পারাপারের কাজ করানোর সময় সীমান্ত লাগোয়া বিভিন্ন পোস্ট অফিসে অনুপ্রবেশকারীদের আধার করাতে নিয়ে গিয়েছে। তখন থেকেই তার সঙ্গে পোস্ট অফিসের কর্মীদের যোগাযোগ তৈরি হয়। অন্য জেলায় তারা বদলি হয়ে গেলে, তাদের ধরেই নেটওয়ার্ক বাড়ায় অভিযুক্ত। 
ধৃত ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছে, পোস্ট অফিসে অ্যাকউন্ট খোলাসহ বিভিন্ন কাজের জন্য গ্রাহকদের কাছ থেকে প্যান, আধার ও ভোটার কার্ডের ফটোকপি নেওয়া হয়। সেগুলি কোথায় রাখা থাকে, পোস্ট অফিসের প্রতিটি কর্মীই জানেন। সমরেশ এই কর্মীদের একাংশকে ধরে নথি বাইরে বের করত। অভিযুক্তকে সাহায্য করা সংশ্লিষ্ট কর্মীরা ফাইল থেকে নথি বের করে সেগুলি ফটোকপি করতেন। এরপর গোছা ধরে সেগুলি দিয়ে দিতেন সমরেশকে। গ্রাহকদের আধার ,প্যান নম্বর ব্যবহার করে বাংলাদেশিদের জন্য জাল নথি তৈরি করত অভিযুক্ত। নথি পাচারে জড়িত পোস্ট অফিসের কর্মীরা ১৫ থেকে ২০ হাজার টাকা নিতেন বলে অভিযোগ। কোনও কোনও সময়ে এর চাইতে বেশি টাকা দিতে হতো চক্রের কিং পিনকে। ইতিমধ্যেই তদন্তকারীরা দুই চব্বিশ পরগনা. হাওড়া, নদীয়ার ডাক বিভাগের বেশকিছু কর্মীকে চিহ্নিত করেছেন। যাঁরা নথি পাচার করতেন বলে জানা যাচ্ছে। 
সমরেশ জেরায় তদন্তকারীদের জানিয়েছে, প্রথমে উত্তর ২৪ পরগনার ডিআইবি অফিসের কর্মীদের একাংশের সঙ্গে আলাপ হয়। তাঁদের কাছে গোছা গোছা নথি  নিয়ে যেত অভিযুক্ত।  পাসপোর্ট আবেদনকারী যেতেন না। তাঁদের না দেখেই ডিআইবি কর্মীরা নথি ঠিক আছে বলে পুলিস ক্লিয়ারেন্স করে সেগুলি আপলোড করে দিতেন পোর্টালে। সীমান্ত লাগোয়া ডিআইবি কর্মীদের সূত্র ধরে অন্য জেলায় পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে থাকা পুলিস কর্মীদের সঙ্গে একাংশের সঙ্গে পরিচয় হয় সমরেশের। তাঁদের হাতে নিয়ে একই কাজ করত অভিযুক্ত। এর বিনিময়ে মোটা টাকা তাঁরা পেতেন বলে জেনেছে এসসিও। সংশ্লিষ্ট কর্মীদের চিহ্নিত করে ডাকা হবে বলে জানা যাচ্ছে।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা