রাজ্য

নির্বাচনে তৃণমূলের সাফল্য, পাহাড়ে সরকারি কর্মচারী ফেডারেশনের সংগঠন ঢেলে সাজছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের মাটিতে ক্রমেই শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস। ভোটের ফলাফলে দেখা গিয়েছে, উত্তরবঙ্গের মানুষ আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উপর। ভোটবাক্সে জোড়াফুলের প্রার্থীকে উজাড় করে সমর্থন দিচ্ছেন বঙ্গের উত্তর প্রান্তের বিভিন্ন জেলার বাসিন্দারা। সেই সূত্রে এবার উত্তরবঙ্গে সংগঠনকে ঢেলে সাজছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। 
একের পর এক অনুষ্ঠিত ভোটের ফলাফলের তথ্য বলছে, উত্তরবঙ্গের মাটিতে দলীয় প্রতীকে জয়ী জনপ্রতিনিধির সংখ্যা বাড়িয়ে চলেছে তৃণমূল। ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল। তারপর লোকসভা ভোটে কোচবিহার আসনটিতে ফুটেছে জোড়াফুল। তাছাড়া এবছর বিধানসভা উপ নির্বাচনে মাদারিহাট আসনও বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। ফলে উত্তরবঙ্গে রাজ্যের শাসক দলের নির্বাচনী জয়যাত্রা অব্যাহত। এই ধারা আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন উত্তরবঙ্গে পরপর কর্মসূচি নিয়েছে। সাংগঠনিক বৈঠক করা হয়েছে কালিম্পং, দার্জিলিং ও শিলিগুড়িতে। প্রত্যেকটি কর্মসূচিতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের পতাকা নিয়ে পাহাড়ি এলাকায় মিটিং-মিছিল করেছে ফেডারেশন। এই কর্মসূচির পরে ফেডারেশনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পাহাড় এলাকার পাঁচশোর বেশি সরকারি কর্মচারী। 
তাঁদের নিয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হবে কিছুদিনের মধ্যেই। এছাড়া পাহাড়ি এলাকায় সরকারি কর্মচারী ফেডারেশনের ব্লক এবং শাখা সংগঠনকেও ঢেলে সাজছে ফেডারেশন। সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, আমাদের সদস্য সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার। সংখ্যাটি আগামী দিনে আরও বাড়বে। জেলা সফরের মাধ্যমে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। পাহাড় থেকে সাগর সব জায়গায় বিস্তার লাভ করছে সংগঠন। তৃণমূল উত্তরবঙ্গেও অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা