দেশ

‘সংখ্যাগরিষ্ঠ’ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিচারপতি যাদবকে সতর্কবার্তা সুপ্রিম কোর্টের কলেজিয়ামের

নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জের। সুপ্রিম কোর্টের কলেজিয়াম সতর্ক করল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদবকে। এবার থেকে তাঁকে সচেতন হয়ে মন্তব্য করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিচারপতি শেখরকুমারকে কলেজিয়াম স্পষ্ট জানিয়েছে, কোনও বিচারপতির কোর্টের মধ্যে বা বাইরের মন্তব্য জনমানসে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এরসঙ্গে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে রয়েছে। 
প্রসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এক আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন বিচারপতি যাদব। সেখানে তিনি জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাতেই হিন্দুস্থান চলবে। এটাই নিয়ম। তাঁর এই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিচারপতিকে সরাতে গত সপ্তাহে চিঠি দিয়েছিলেন রাজ্যসভার ৫৫ জন সাংসদ। আইনব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে বসে এধরনের মন্তব্য মেনে নেয়নি আইনি মহলও। বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিচারপতি যাদবকে তলব করে কলেজিয়াম। এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন পাঁচ সিনিয়র বিচারপতির কলেজিয়ামে হাজির হয়েছিলেন তিনি। সূত্রের খবর, আত্মপক্ষ সমর্থনে একাধিক যুক্তি খাড়া করলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি কলেজিয়ামের সদস্যরা। তাই আদালতের মর্যাদার কথা স্মরণ করিয়ে সচেতনভাবে মন্তব্য পেশের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি যাদবকে।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা