দেশ

মুম্বইয়ে ফেরিতে ধাক্কা নৌসেনার স্পিডবোটের, নিহত ১৩

মুম্বই: বুধবার মুম্বই উপকূলে ভয়াবহ দুর্ঘটনা। আরব সাগরে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা পর্যটকবাহী ফেরিতে। এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একথা জানিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নৌসেনা জওয়ান। উদ্ধার করা হয়েছে ১০১ জনকে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 
নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন ট্রায়াল চলছিল। এরইমধ্যে ওই বোট নিয়ন্ত্রণ হারিয়ে নীলকমল নামে ওই ফেরিতে ধাক্কা মারে। এরফলেই ডুবতে শুরু করে ফেরিটি। এদিন বিকেল চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ফেরি থেকে সিসি ক্যামেরায় তোলা ভিডিওতে দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে। এদিন মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া থেকে জনপ্রিয় এলিফ্যান্টা আইল্যান্ডের দিকে পর্যটকদের নিয়ে রওনা দিয়েছিল নীলকমল নামে ওই ফেরি। মাঝপথে বিকেল চারটে নাগাদ নৌসেনার বোট  নীলকমলকে ধাক্কা মারে। তারপরই ডুবতে শুরু করে ফেরিটি। 
দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার কাজে নামে নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী। নৌবাহিনীর ১১টি, মেরিন পুলিসের তিনটি এবং উপকূলরক্ষী বাহিনীর একটি বোটকে এই কাজে লাগানো হয়। প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার কাজে চারটি হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ওই এলাকার মৎস্যজীবীরাও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা