দেশ

কেজরির নয়া ঘোষণা, নির্বাচনে জিতলেই প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর: বছর ঘুরলেই দেশের রাজধানী দিল্লিতে বিধানসভা ভোটের দামামা বাজবে। ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে নির্বাচন। তার ঠিক আগেই আজ, বুধবার বড় ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আজ, বুধবার নয়াদিল্লিতে আপের সদর দপ্তরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে নির্বাচনী ইস্তেফার প্রকাশের সময় তিনি জানিয়েছেন, ক্ষমতায় ফিরলেই দিল্লির হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। নয়া এই প্রকল্পের নাম ‘সঞ্জীবনী যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে দিল্লিবাসী ষাটোর্ধ্ব ব্যক্তিরা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই বিষয়ে কেজরি প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যত্ন নেওয়া এখন আমাদের কর্তব্য। আপনারা দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছেন। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের রেজিস্ট্রেশনও শুরু হয়ে যাবে। আপ নেতা-কর্মীরা ঘরে ঘরে গিয়ে এই রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করবেন। এরপর আগামী বিধানসভা নির্বাচনে দিল্লিতে আপ ক্ষমতায় ফেরার পর চালু করা হবে নয়া এই প্রকল্প।
উল্লেখ্য, আগামী বছরের প্রায় শুরুর দিকেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই দিল্লি বিধানসভায় মোট ৭০ জন প্রার্থীর নামও প্রকাশ করেছে আপ। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন কেজরি। কালকাজি এলাকা থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। তবে এই নির্বাচনে কোনও জোটে থাকতে চায়নি আপ। ফলে দিল্লিতে একাই লড়বে কেজরি ব্রিগেড। তার ঠিক আগেই এই প্রকল্পের ঘোষণাকে আদতেই মাষ্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা