বিদেশ

ভোট নিয়ে ইউনুসের বার্তাকে ‘আইওয়াশ’ বলে মনে করছেন বাংলাদেশি নাগরিকরাই

সংবাদদাতা, বনগাঁ: সোমবার বিজয় দিবসের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস জানিয়েছেন, ২০২৫-এর শেষে বা ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে। অর্থাৎ, টালমাটাল বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আগামী এক বছরের মধ্যে ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই। ইউনুসের এই বার্তাকে কটাক্ষে বিঁধেছেন সেই দেশের নাগরিকদের একাংশ। মঙ্গলবার পেট্রাপোল সীমান্তে আসা বাংলাদেশি নাগরিকদের অনেকের মতে, ইউনুসের আমলে দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল হয়ে পড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাশ টানা যায়নি। তার উপর অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব, একটি নির্বাচিত সরকার না এলে এসব সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা তাঁদের। 
মঙ্গলবার বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন অধ্যাপক জয়ন্তকুমার বিশ্বাস  (নাম পরিবর্তিত)। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যে মন্তব্য ইউনুস করেছেন, তা আসলে আই ওয়াশ। তিনি দেড় বছর সময় চেয়েছেন। এই দেড় বছরে উনি নিজে গুছিয়ে নেবেন।’ এদিন মাদিরাহাট থেকে ভারতে আসেন বাংলাদেশের এক আওয়ামি লিগ নেতা। তাঁর কথায়, ‘অল্প কয়েকদিনের মধ্যে অর্থনৈতিকভাবে দেশটাকে শেষ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের এই প্রতিশ্রুতি শুধুই ভাঁওতা। মানুষকে বোকা বানানোর জন্য।’ বাংলাদেশে শান্তি ফেরাতে একটি স্থায়ী ও নির্বাচিত সরকার চাইছেন তাঁরা। তবে যত দিন যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপর বাংলাদেশের আম জনতার ক্ষোভ বাড়ছে। মীরপুরের বাসিন্দা এক ব্যবসায়ী বলেন, ‘ইউনুস সরকার আসার পর আমাদের রুটিরুজি ধ্বংস হতে বসেছে। ভারত ভিসা দিচ্ছে না।’ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার দেড় বছর সময় চাওয়ায় বাংলাদেশের রাজনৈতিক মহলেও জোর জল্পনা শুরু হয়েছে। নতুন কোনও রাজনৈতিক দলের জন্ম হতে চলেছে কি না, উঠেছে সেই প্রশ্নও। যেমন, রাজশাহীর বাসিন্দা মোখলেস রহমান (নাম পরিবর্তিত) বলেন, ‘নির্বাচন তো করতেই হবে। হয়তো নতুন দল গড়ার পরিকল্পনা আছে। তাই সময় নিচ্ছে ইউনুসের সরকার।’ তবে বিএনপি ক্ষমতায় এলে দেশে ফের অরাজকতা শুরু হবে বলে মনে করছেন তিনি।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা