বিদেশ

ঘুষ কাণ্ডে ট্রাম্পের আর্জি খারিজ আদালতে! বিপাকে আমেরিকার হবু প্রেসিডেন্ট

নিউ ইয়র্ক, ১৭ ডিসেম্বর: যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই ঘুষ দিতে গিয়েই জালিয়াতি করেন রিপাবলিকান নেতা। ২০১৬ সালের সেই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ওঠা মোট ৩৪টি অভিযোগের মধ্যে সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। যদিও সেই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন ম্যানহাটন আদালতের বিচারক। এবার সেই মামলা খারিজের আর্জি জানিয়ে ম্যানহাটন আদালতের দ্বারস্থ হন আমেরিকার হবু প্রেসিডেন্টের আইনজীবী। যদিও সোমবার, সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারক। ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময়ে নিজের যৌন কেলেঙ্কারি ঢাকতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখবন্ধ রাখতে বলেন রিপাবলিকান নেতা। সেই কারণে তাঁকে মোটা টাকার ঘুষও দেন ট্রাম্প। সূত্র মারফত জানা যায়, তাঁর তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেন। পরে কোহেনকে সেই বিপুল পরিমাণ অর্থ মেটাতে গিয়ে নিজের ব্যবসায়িক নথি জাল করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই সমস্ত অভিযোগ বারবার অস্বীকার করে এসেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। কিন্তু ম্যানহাটন আদালতে ঘুষ কাণ্ডে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। শুধুমাত্র সাজা ঘোষণা হতে বাকি। আগামী জানুয়ারি মাসের ২০ তারিখেই আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ট্রাম্প। তাই এই ঘুষ মামলার খাড়া তাঁর মাথায় যদি ঝুলতে থাকে তাহলে তাঁর শাসন ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। ম্যানহাটন আদালতে এমনই যুক্তি দিয়ে মামলা খারিজের আর্জি জানান ট্রাম্পের আইনজীবী। একই সঙ্গে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়কে হাতিয়ার করে ঘুষ মামলা খারিজের দাবি জানানো হয় হবু প্রেসিডেন্টের আইনজীবীর তরফে। যদিও সেই সমস্ত যুক্তি ঢোপে টেকেনি। ট্রাম্পের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারক। যার ফলে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে বসার আগে ঘুষ কাণ্ডে বিপাকে পড়লেন রিপাবলিকান নেতা। প্রসঙ্গত, ২০০৬ সালে নেভেদায় তারকাদের একটি গল্ফ প্রতিযোগিতায় ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছিল বলে জানান স্টর্মি। তারপর ২০০৭ সালে লস অ্যাঞ্জেলসে বেভারলি হিলসে ট্রাম্পের সঙ্গে তাঁর বাংলোয় দেখা করেছিলেন এই পর্ন তারকা। ২০১১ সালে এক জনপ্রিয় ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে স্টর্মি বলেন, তাঁর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল। সেই সংক্রান্ত একাধিক তথ্যও দিয়েছিলেন তিনি। তারপর থেকেই বিতর্ক শুরু হয়। ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে বিষয়টি নিয়ে বেশি যাতে জলঘোলা না হয় তাই স্টর্মির মুখ বন্ধ রাখতেই ঘুষ দেন ট্রাম্প। এমনটাই অভিযোগ। যদিও গোটা বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে এসেছে আমেরিকার হবু প্রেসিডেন্টের কার্যালয়।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা