বিদেশ

কঙ্গোয় নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু, নিখোঁজ বহু

কিনশাসা, ১৮ ডিসেম্বর: কঙ্গোয় ফিমি নদীতে নৌকাডুবি। দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ২৫ জনের। মৃতদের কয়েকজন শিশুও রয়েছে। নিখোঁজ রয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সে দেশের পুলিসের অনুমান নৌকায় অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। জানা গিয়েছে, দেশের রাজধানী কিনশাসার উত্তর-পূর্বে অবস্থিত ইনোঙ্গো শহর থেকে রওনা দেয় ওই নৌকাটি। তাতে ছিল প্রায় শতাধিক যাত্রী। এরপর ফিমি নদীর মধ্যবর্তী স্থানে যাওয়ার পর আচমকাই উল্টে যায় সেটি। এরপরই উদ্ধারকাজ শুরু করে পুলিস-প্রশাসন। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। ইনোঙ্গোর রিভার কমিশনার জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। ফলে নৌকাডুবিতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা বেশ কঠিন। ওই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে এটি চতুর্থ নৌকাডুবির ঘটনা। গত অক্টোবর মাসে দেশের পূর্বাঞ্চলে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য নৌকাডুবি হয়। তাতে মৃত্যু হয়েছিল ৭৮ জনের। এছাড়া গত জুন মাসে কিনশাসার কাছে নৌকাডুবিতে ৮০ জন যাত্রীর মৃত্যু হয়। মূলত নদীবেষ্টিত এই দেশ নৌকা পরিবহণের উপরই বেশ খানিকটা নির্ভরশীল। তবে এই অঞ্চলে অতিরিক্ত যাত্রী এবং পণ্য বোঝাই নৌকাডুবির অন্যতম কারণ বলেই মনে করছে প্রশাসন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা