বিদেশ

ইজরায়েলে ফ্রি থাকা-খাওয়া, দেড় লক্ষ টাকা বেতন পান উত্তরপ্রদেশের যুবকরা

লখনউ: সোমবার সংসদে ‘প্যালেস্তাইন’ লেখা ব্যাগ নিয়ে এসেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তারপরই শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে মাঠে নেমে পড়ে গেরুয়া শিবিরও। সেই ইস্যুতে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করতে গিয়ে নিজেই সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘কংগ্রেস সাংসদ প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর উত্তরপ্রদেশের প্রায় ৫,৬০০ যুবক ইজরায়েলে কাজ করছেন। বিনামূল্যে থাকা-খাওয়ার পাশাপাশি মাসিক দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছেন তাঁরা।’ নিজের ‘কৃতিত্ব’ জাহির করতে গিয়েই বিপাকে পড়েছেন যোগী। বিরোধীদের কথায়, এটা অত্যন্ত লজ্জার বিষয়। রাজ্যে কাজ নেই। তাই পেটের টানে যুবকদের কার্যত যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। আর সেটাই বুক বাজিয়ে সাফল্য হিসেবে চালাবার চেষ্টা করছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী!
মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে প্রিয়াঙ্কাকে নিশানা করে যোগী বলেন, ‘আমাদের রাজ্যের যুবকরা ইজরায়েলে নিরাপদে রয়েছেন। সেখানে বিনামূল্যে থাকা-খাওয়ার পাশাপাশি মাসে বিপুল পরিমাণ বেতন পাচ্ছেন তাঁরা। বিরোধীরা বোধহয়  একটা কথা ভুলে গিয়েছেন। রাজ্যে থাকলে এই যুবকরাই খুব বেশি হলে ২০-৩০ হাজার টাকা উপার্জন করতে পারতেন। তাই এর মধ্য দিয়ে কর্মসংস্থানের পাশপাশি র‌াজ্যেরও উন্নয়ন হচ্ছে।’ একজন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এনিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এটি কোনও কৃতিত্ব নয়, লজ্জার বিষয়। রাজ্যে কর্মসংস্থান নেই। সেজন্য যুবকদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁদের প্রাণের ঝুঁকির কথা, পরিবারের কথা কিছুই ভাবা হচ্ছে না। আসলে মুখ‌্যমন্ত্রী রাজ্যের বেকারত্ব সম্পর্কে অবহিত নন। ইজরায়েলে কর্মরত যুবকরা প্রাণ বাঁচাতে বাঙ্কারের মধ্যে লুকিয়ে থাকে। ওখানকার সংস্থাগুলি ক্রমে তাঁদের শোষণ করে চলেছে। এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। একইভাবে আক্রমণ শানিয়েছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর কথায় এটি আসলে বিজেপি সরকারের ব্যর্থতাকেই তুলে ধরে।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা