কলকাতা

৩ কোটি বরাদ্দ রাজ্য সরকারের, অস্থায়ী পুরকর্মীদের ২০ দিনের কর্মবিরতি উঠল

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০দিনের মাথায় উঠে গেল চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। আন্দোলন মেটাতে শুক্রবার রাজ্য সরকার ৩ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করে। তারপরেই চুঁচুড়ার বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। সেই আলোচনার পর আন্দোলনকারীরা কাজে ফেরার সিদ্ধান্ত নেন। কর্মবিরতি আন্দোলন মিটলেও শুক্রবার শহরে সাফাই হয়নি। টানা কর্মবিরতির ফলে গোটা শহরের যেভাবে ভাগাড়ের মতো  অবস্থা হয়েছে, শনিবার সকালের আগে তা মিটবে না বলেই মনে করা হচ্ছে।
তবে পুরসভার ভাতা সমস্যার স্থায়ী সমাধান কীভাবে হবে, সে প্রশ্ন অমীমাংসিতই রয়ে গিয়েছে। কারণ, অস্থায়ী পুরকর্মীদের ভাতা দিতে প্রতি মাসে প্রায় পৌনে দু’কোটি টাকা লাগে পুরসভার। অথচ পুরসভার নিজস্ব রোজগার ৮০ লক্ষের বেশি নয়। রাজ্য সরকার যে বরাদ্দ দিয়েছে, তাতে দু’মাসের বকেয়া ভাতা দেওয়া হবে। কিন্তু ১০দিন পরেই ১জানুয়ারি তৃতীয় মাসের ভাতা বকেয়া হয়ে যাবে। সেই টাকা মেটানোর ব্যবস্থা পুরসভায় নেই। ফলে নাগরিকরা এবারের মতো পরিষেবা না পাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেলেও তা কতদিন স্থায়ী হবে, সেই সংশয় রয়েই গিয়েছে। আন্দোলনকারীদের অন্যতম নেতা রাধেশ্যাম শঙ্খবণিক বলেন, ‘আমাদের দু’মাসের বকেয়া ভাতা একসঙ্গে মেটানোর দাবি সরকার মেনে নিয়েছে। তাই আমরা কাজে ফিরছি। শনিবার সকাল থেকে পুরোদস্তুর কাজ শুরু হবে।’ পুরসভার চেয়ারম্যান তথা প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা অমিত রায় বলেন, ‘আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। 
চুঁচুড়ার বিধায়ক ও আমি বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস ও ববি হাকিমের সঙ্গে বৈঠক করি। তারপরেই সুডার তরফে আমাদের তিন কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। তাতে সমস্যা মিটেছে।’ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘কর্মীদের নিয়ে বৈঠক করে সমস্যা মেটানো হয়েছে। ডিসেম্বর মাসের ভাতা জোগাড়ের কাজ আমাদের সকলকে মিলে করতে হবে। ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে।’ প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর থেকে কর্মী আন্দোলনের কারণে চুঁচুড়ায় নাগরিক পরিষেবা চূড়ান্তভাবে ব্যাহত হয়েছিল।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা