কলকাতা

খোয়া যাওয়া ১৪০ কোটি টাকা ‘ব্লক’ করল সাইবার ক্রাইম উইং

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতারিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া ১৪০ কোটি টাকা ‘ব্লক’ করতে পেরেছে রাজ্য পুলিসের সাইবার ক্রাইম উইং। এই ১৪০ কোটি টাকার সিংহভাগই শেয়ারে বিনিয়োগের টোপ দেওয়ার পাশাপাশি ডিজিটাল অ্যারেস্টের নামে আম জনতাকে ভয় দেখিয়ে হাতানো হয়েছিল। শুক্রবার রাজ্য সাইবার ক্রাইম উইংয়ের গোয়েন্দাদের এই সাফল্যের কাহিনি তুলে ধরেন এডিজি (সাইবার ক্রাইম) হরিকিশোর কসুমাকার।  
গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও সম্প্রতি ডিজিটাল অ্যারেস্টের নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা টাকা আদায় করছে সাইবার দুষ্কৃতীরা। ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রীকে এনিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে হয়েছে। ডিজিটাল অ্যারেস্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে সাইবার দুষ্কৃতীরা বিপুল লাভের টোপ দিয়ে আম জনতার লক্ষ লক্ষ টাকা লুট করছে বলে অভিযোগ। এই দু’ধরনের সাইবার অপরাধ বন্ধ করতে রাজ্য পুলিসের সাইবার ক্রাইম উইংয়ের কর্তারা ইতিমধ্যে মোবাইল সার্ভিস প্রোভাইডারদের পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান এডিজি। মূলত জাল নথির সাহায্যে ভুয়ো সিমকার্ডের রমরমা বন্ধ করতে সক্রিয় হতে বলা হয়েছে মোবাইল সার্ভিস প্রোভাইডারদের। কেওয়াইসি নিয়ে আরও সতর্ক হতে বলা হয়েছে ব্যাঙ্কের প্রতিনিধিদের। রাজ্য পুলিসের সাইবার ক্রাইম উইংয়ের কর্তাদের দাবি, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুয়ো সিমকার্ডের রমরমা বন্ধ হলে সাইবার অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এদিকে, শুক্রবার দুপুরে নিউটাউনে রাজ্য সাইবার ক্রাইম উইংয়ের নতুন অফিসের উদ্বোধন করেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিসের পদস্থ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। 
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা