রাজ্য

দল বিরোধী কাজ: শিক্ষা সেল থেকে বহিষ্কার ২ কর্তাকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল বিরোধী কাজের অভিযোগে একদিনে তিন নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের শিক্ষা সেলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে এক যুব নেতাকে। থানায় অভিযোগ যাওয়ার পর তৃণমূলের ওই যুব নেতাকে গ্রেপ্তারও করেছে পুলিস।
তরুণ তিওয়ারি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক পদে ছিলেন। তাঁর নামে তোলাবাজির অভিযোগ উঠেছে। দলের কাছেও তরুণ সম্পর্কে খবর আসে। এই অবস্থায় কড়া পদক্ষেপ করতে দেরি করেনি তৃণমূল। শুক্রবার তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ এক বিবৃতিতে জানান, দল বিরোধী কাজের অভিযোগে তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করা হয়েছে। তিনি দলের কোনও কাজে আর যুক্ত থাকতে পারবেন না। দলের কর্মসূচিতেও ডাকা হবে না তাঁকে। দলের পদ ব্যবহার করেও তিনি কিছু করতে পারবেন না। এরপর দেখা গিয়েছে, এদিনই পোস্তা থানার পুলিসের হাতে গ্রেপ্তার হয়েছেন তরুণ তিওয়ারি। এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন রাহুল পুরোহিত এবং রাহুল সিং নামে আরও দু’জন। অভিযোগ, এই তিনজন এক মহিলাকে আটকে রেখে ছয় লক্ষ টাকা দাবি করেন। ওই টাকা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এছাড়া মহিলার বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ ও কুরুচিকর মন্তব্য করেছেন তাঁরা। 
অন্যদিকে, তৃণমূলের ওয়েস্ট বেঙ্গল কলেজ ও ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোয়িয়েশনের সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে মণিশঙ্কর মণ্ডলকে। সামাজিক মাধ্যমে ইদানীং সময়ে মণিশঙ্করের বেশ কিছু পোস্ট দলের নজরে আসে। সেসব দলের পক্ষে অস্বস্তিকর বলে মনে করেছেন নেতৃত্ব। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো মণিশঙ্করকে বহিষ্কার করেছেন দলের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য বসু। মণিশঙ্কর ছাড়া প্রীতম হালদার নামেও একজনকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। তৃণমূলের সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ছিলেন প্রীতম। প্রীতমের আচরণ, মন্তব্য ও সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দলবিরোধী বলে মনে করেছেন শীর্ষ নেতৃত্ব। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। মাত্র একদিনেই, দলের তিনজনের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই তিনজন বিশৃঙ্খল আচরণ করেছেন বলে মনে করেছে দল। তার ভিত্তিতেই শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্টির সিদ্ধান্ত প্রসঙ্গে মণিশঙ্কর মণ্ডল বলেন, দলের নেতার বিরুদ্ধে কোনও মন্তব্য করা যদি ‘দল বিরোধী’ হয়, তাহলে আর কিছু বলার নেই।
6h 6m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা