খেলা

অফ-স্টাম্পের বাইরের বল ছাড়ায় জোর কোহলির, এবার চোট পেলেন ভারত অধিনায়ক

মেলবোর্ন: বক্সিং ডে টেস্ট শুরু বৃহস্পতিবার। কিন্তু মেলবোর্নে পা রাখার সময় থেকে প্রতিদিনই হয়ে উঠছে ঘটনাবহুল। বিমানবন্দরে সন্তানদের ছবি তোলার প্রতিবাদে অজি মিডিয়ার বিরুদ্ধে মুখর হয়েছিলেন বিরাট কোহলি। শনিবার নেটে বল লাগে লোকেশ রাহুলের। তারপর রবীন্দ্র জাদেজার প্রেস কনফারেন্সে ইংরেজিতে প্রশ্ন করতে না পেরে প্রতিবাদে মুখর হয় স্থানীয় সাংবাদিকরা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিপত্তি। রবিবার অনুশীলনে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পেসার আকাশ দীপ। স্পিনারের বল পুল করতে গিয়ে বাঁ হাঁটুতে লাগে হিটম্যানের। দ্রুত নেট ছেড়ে পায়ে আইস প্যাক বেঁধে বসে থাকতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে শুরু হয় জল্পনা। রোহিত টস করতে যাবেন তো প্যাট কামিন্সের সঙ্গে? নাকি যশপ্রীত বুমরাহ ফের নেতৃত্ব দেবেন এই সিরিজে? রোহিত না খেললে ছয় নম্বরে কে নামবেন? সরফরাজ খান নাকি ধ্রুব জুরেল, কার কপাল খুলবে? নাকি খেলানো হবে ওয়াশিংটন সুন্দরকে? এরমধ্যে আবার থ্রো-ডাউনের বিরুদ্ধে ব্যাট করার সময় হাতে আঘাত পান আকাশ। জোড়া চোটে জেরবার ভারত কোন কম্বিনেশন নিয়ে নামবে, চর্চা চলে ক্রিকেট মহলে।
উৎকণ্ঠায় অবশ্য দ্রুত জল ঢাললেন আকাশ। সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানান যে, কারও চোটই গুরুতর নয়। তাঁর কথায়, ‘এমন চোট নিয়মিতই লাগে আমাদের। এতে চিন্তার কিছু নেই। আসলে এই প্র্যাকটিস উইকেটটা মনে হয় সাদা বলের জন্য তৈরি। সেজন্যই বাউন্স কম।’ উল্লেখ্য, রোহিতের ক্ষেত্রে বলটা পিচে পড়ে প্রত্যাশিত উচ্চতায় ওঠেনি। সেজন্যই হাঁটুতে লাগে তাঁর। সমর্থকদের মনে স্বস্তি জুগিয়ে রোহিত অবশ্য ফের ব্যাট করেন। আর সেটাও বেসবলের ব্যাটে। তাঁর আগে নেটে গিয়েছিলেন লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি। পরিষ্কার যে, খেললেও রোহিতের ওপেনিংয়ে ফেরার সামান্যতম সম্ভাবনা নেই। 
পাঁচ টেস্টের সিরিজ এখন ১-১। পারথে বড় ব্যবধানে জিতেছে বুমরাহ বাহিনী। অ্যাডিলেডে গোলাপি টেস্টে ভারতকে ১০ উইকেটে দুরমুশ করে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে উত্তেজক আবহে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। মেলবোর্নে তাই রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আকর্ষণের কেন্দ্রে বিরাট। নেটে দেখা গিয়েছে অফস্টাম্পের বাইরের ডেলিভারি ছাড়ার ব্যাপারে তাঁকে বাড়তি মনোযোগ দিতে। তবে লুজ বল পেলে শটও খেলছেন। সমর্থকরা আশাবাদী, পছন্দের মাঠে চেনা ছন্দে দেখা যাবে কিং কোহলিকে। উল্লেখ্য, ভারতীয় ব্যাটসম্যানরা এখনও পর্যন্ত তেমন ভরসা জোগাতে পারেননি। জাদেজা তো সরাসরি টপ-অর্ডার ও মিডল-অর্ডারকে দায়িত্ব নেওয়ার কথা বলেছেন।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা