খেলা

মাঝমাঠের সমস্যা দ্রুত সারাতে হবে মোলিনাকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গম্ভীর মুখে উদ্বেগের ছায়া। মোটা আইসপ্যাকে জড়ানো দিমিত্রি পেত্রাতোসের হ্যামস্ট্রিং। এমন দৃশ্য মোলিনা ব্রিগেডের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে চোট পান অস্ট্রেলিয়ান ফুটবলারটি। পেনাল্টি থেকে জাল কাঁপানোর পরেই তুলে নিতে হয় তাঁকে। শোনা যাচ্ছে, স্পটকিক মারার সময় ডান পায়ের পেশিতে চোট অনুভব করেন অজি ফুটবলার। চোট কতটা গুরুতর? রবিবার দিমিকে দেখার পর সিদ্ধান্ত নেবে ফিটনেস টিম। এমনিতেই হাঁটুর চোটে  গ্রেগ স্টুয়ার্ট নেই। তিনি ফিট হয়ে কবে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা। স্কটিশ ফুটবলার না থাকায় বিপক্ষের পেনিট্রেটিভ জোনে খেই হারাচ্ছে আক্রমণ। তার উপর পেত্রাতোসকে না পেলে সমস্যা বাড়বে। অজি ফুটবলারের আন্তরিকতা থাকলেও  তিনি স্টুয়ার্ট নন। কিন্তু ওই জায়গায় খেলার মতো যোগ্য বিকল্প নেই মোলিনার হাতে। কারণ, জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন বক্স স্ট্রাইকার। পাশাপাশি সাহাল আব্দুল সামাদ কার্যত শীতঘুমে। কবে ফস করে জ্বলবেন নিজেও জানেন না। তাই অফ ফর্মের পেত্রাতোসকে খেলাতে হচ্ছে। কিন্তু সামনে লম্বা মরশুম। কোনওমতেই ঝুঁকি নিতে নারাজ স্প্যানিশ কোচ মোলিনা। মাঝমাঠের সমস্যা দ্রুত সারাতে হবে তাঁকে। পাশাপাশি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের ফর্মও অস্বস্তি বাড়াচ্ছে। অস্ট্রেলিয়ান ‘এ’ লিগের সর্বকালের অন্যতম সেরা স্কোরার একেবারেই নিষ্প্রভ।
শনিবার রাতে গোয়া থেকে কলকাতায় ফিরল মোহন বাগান। মানোলো মার্কুয়েজের দল চোখে আঙুল দিয়ে সমস্যা দেখিয়ে দিয়েছে। পরের ম্যাচে কামিংসদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। দল লিগ টেবিলের শীর্ষে থাকলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি। অ্যাওয়ে যুদ্ধের আগে তাই চিন্তা বাড়ছেই। পাঞ্জাবও মোটেও ভালো জায়গায় নেই। জোড়া বিদেশি ফিলিপ ও নোভালেসিচের চোট বড় ধাক্কা। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ক্রোট স্টপার নোভাসেলিচ বসে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রক্ষণ। 
এদিকে, ১১ জানুয়ারির ডার্বি নিয়ে জটিলতা অব্যাহত। গঙ্গাসাগর মেলার জন্য বড় ম্যাচের প্রশাসনিক অনুমতি মেলেনি। এবারের ডার্বি মোহন বাগানের হোম ম্যাচ। আয়োজনের সব পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা