খেলা

টপ-অর্ডারকে রান করতে হবে: জাড্ডু

মেলবোর্ন: শুধু বাইশ গজেই নয়। তার বাইরেও চলে লড়াই। ডনের দেশে সিরিজ মানে বিপক্ষ বোলারদের পাশাপাশি সামলাতে হয় অজি প্রচারমাধ্যমের বাউন্সার। কারণ, সফরকারী দলকে মানসিকভাবে চাপে ফেলার ব্যাপারে অস্ট্রেলিয়ান মিডিয়ার জুড়ি মেলা ভার। আর সেটাই আরও একবার প্রকাশ্যে এল শনিবার। ইংরেজিতে প্রশ্নের উত্তর না দেওয়ার অভিযোগে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে শুরু হল তোপ দাগা।
এদিন এমসিজি’তে ভারতের অনুশীলনের পর প্রচারমাধ্যমের সামনে আসেন জাড্ডু। প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর অজি সাংবাদিকরা উষ্মা প্রকাশ করেন। কারণ, জাদেজা কোনও প্রশ্নের উত্তরই ইংরেজিতে দেননি। মিডিয়া ম্যানেজার ব্যাখ্যা করেন যে, এদিন মূলত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হাজির হয়েছিলেন বাঁ হাতি অলরাউন্ডার। কিন্তু সেই যুক্তি মানতে চাননি অজি সাংবাদিকরা। কেন অন্তত একটা প্রশ্ন করতে দেওয়া হল না, তা জানতে চান তাঁরা। মিডিয়া ম্যানেজার তাঁদের জানান, সেই সময় জাদেজার জন্য অপেক্ষা করছিল টিমবাস। এই ব্যাখ্যা মনঃপুত হয়নি অজি মিডিয়ার। ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেন তাঁরা। সেখানে উপস্থিত ভারতীয় সাংবাদিকরা এই ঘটনায় অবাক। কারণ, সময়ের অভাবে তাঁদের মধ্যেও অনেকে প্রশ্ন করার সুযোগ পাননি জাদেজাকে। তাছাড়া, অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্সে প্রায়শই ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন করতে দেওয়া হয় না। এই নিয়ে তাঁরা কখনও অভিযোগ তোলেননি বা দুর্ব্যবহার করেননি। উল্লেখ্য, সদ্য মেলবোর্ন বিমানবন্দরে সন্তানদের ছবি না তোলার জন্য অজি মিডিয়াকে অনুরোধ জানিয়েছিলেন বিরাট কোহলি। তা নিয়েও কম জলঘোলা হয়নি। 
মাঠের মধ্যে আবার ভারতীয় দলকে চিন্তায় রাখছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব। ওপেনার যশস্বী চারটি ইনিংসে ব্যর্থ। শুভমান গিলও ভরসা জোগাতে পারেননি। এই পরিস্থিতিতে জাদেজা বলেছেন, ‘অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় খেলার সময় টপ অর্ডারের রান পাওয়া খুব জরুরি। তা নাহলে লোয়ার অর্ডারের উপর চাপ পড়ে যায়। আশা করব, টপ-অর্ডার ও মিডল-অর্ডার এই টেস্টে রান পাবে।’ ব্রিসবেন টেস্টে ওপেনার লোকেশ রাহুলকে বাদ দিলে রান পাননি ভারতের প্রথম ছয় ব্যাটারের কেউ। জাদেজা ৭৭ রান না করলে ফলো-অন বাঁচানো সম্ভবপর ছিল না। 
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। এই প্রসঙ্গে জাদেজার মন্তব্য, ‘শেষ মুহূর্তে জেনেছি। প্রেস কনফারেন্সের পাঁচ মিনিট আগে ব্যাপারটা কানে আসে। কিন্তু সারাদিন একসঙ্গে কাটানোর পরও অ্যাশ আমাকে এমন কোনও ইঙ্গিত দেয়নি। ও মাঠের মধ্যে আমার মেন্টর ছিল। অনেক বছর ধরে একসঙ্গে খেলেছি। ম্যাচের পরিস্থিতি অনুসারে একে অন্যর সঙ্গে আলোচনা করতাম। সেগুলো মিস করব।’ তিনি আরও বলেন, ‘আশা করব, ভারতীয় দল আরও ভালো অলরাউন্ডার ও বোলার পাবে ভবিষ্যতে। তরুণদের কাছে এটা নিজেকে চেনানোর দুর্দান্ত সুযোগ।’
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা