খেলা

অ্যাস্টন ভিলার কাছে হেরে আরও বিপাকে ম্যান সিটি

লন্ডন: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রিমিয়ার লিগ— সব টুর্নামেন্টে ব্যর্থতাই সঙ্গী পেপ গুয়ার্দিওলার। শনিবার লিগের লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-২ গোলে বশ মানল সিটিজেনরা। উল্লেখ্য, শেষ এক ডজন ম্যাচে এটি সিটির নবম হার। জিতেছে মাত্র একটি। স্বাভাবিকভাবেই দলের টানা ব্যর্থতায় ক্রমশ চাপ বাড়ছে কোচ গুয়ার্দিওলার উপর। প্রতি ম্যাচের আগেই ঘুরে দাঁড়ানোর যে আশ্বাস বাণী তিনি শোনাচ্ছেন, তা আর ধোপে টিকছে না। এমন পরিস্থিতিতে আর কতদিন কোচের পদ আঁকড়ে ধরে থাকেন, এটাই দেখার। এদিনের হারের ফলে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে নামল গতবারের চ্যাম্পিয়নরা। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল অ্যাস্টন ভিলা। বিজয়ী দলের হয়ে জাল কাঁপান জন ডুরান ও মরগ্যান রজার্স। সিটির একমাত্র গোলটি ফিল ফোডেনের।
এদিকে, রবিবার ঘরের মাঠে বোর্নমাউথের বিরুদ্ধে লড়াইয়ে নামছে ম্যান ইউ। গত সপ্তাহে মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল রুবেন আমোরিমের ছেলেরা। পর্তুগিজ কোচের হাত ধরে পয়েন্ট টেবিলে ক্রমশ উন্নতি করছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে রয়েছে তারা। রবিবার জিতে প্রথম দশে উঠে আসাই লক্ষ্য ম্যান ইউয়ের। দিনের অপর ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে টেবিল টপার লিভারপুল। প্রিমিয়ার লিগে গত ম্যাচে পয়েন্ট খুইয়েছে আর্নে স্লটের ছেলেরা। রবিবার অ্যাওয়ে ম্যাচে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য তাদের। অন্য ম্যাচে এভার্টনের বিরুদ্ধে লড়াইয়ে নামবে চেলসি। অ্যাওয়ে ম্যাচে জিতে লিভারপুলের উপর চাপ বজায় রাখাই লক্ষ্য স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির।
অ্যাস্টন ভিলা- ২     :    ম্যান সিটি- ১
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা