কলকাতা

ক্যানিংয়ে গ্রেপ্তার পাকিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি! চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারুইপুর: ফের রাজ্যে জঙ্গির হদিশ। জম্মু ও কাশ্মীর এবং রাজ্য পুলিসের এসটিএফের যৌথ অভিযানে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে গ্রেপ্তার জাভেদ মুন্সি নামের এক জঙ্গি। সে কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরক-উল-মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে। কাশ্মীরের শ্রীনগরের তানপুরাতে বাড়ি ধৃতের। তিনদিন আগে ক্যানিংয়ে এসেছিল সে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের দীঘিরপার অঞ্চলের উপ প্রধানের বাড়িতে কাশ্মীরের এক শাল বিক্রেতা ভাড়া থাকছিল। তার বাড়িতেই আশ্রয় নেয় ধৃত জঙ্গি জাভেদ মুন্সি। জানা গিয়েছে, ধৃত জঙ্গি ওই কাশ্মীরি শাল বিক্রেতার দূরসর্ম্পকের শ্যালক। এদিকে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ে। জানা গিয়েছে, ধৃত জাভেদ মুন্সি পাকিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত। পুলিসের অনুমান, পশ্চিমবঙ্গে এসে মূলত কাশ্মীরি যুবকদের দলে টেনে স্লিপার সেল বানানোই ছিল তার লক্ষ্য। একই সঙ্গে সংগঠনের জন্য টাকা তোলার কাজও করত সে। জম্মু ও কাশ্মীরে সেনার উপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিল জাভেদ মুন্সি। সম্প্রতি হুরিয়ত প্রতিষ্ঠার জন্য সক্রিয় হয় সে। কয়েকজনকে আটক করে জাভেদের বিষয়ে জানতে পারে জম্মু ও কাশ্মীর পুলিস। তখনই তার খোঁজ শুরু হয়। জাভেদের ফোন ট্র্যাক করে জম্মু ও কাশ্মীরের পুলিস জানতে পারে সে পশ্চিমবঙ্গে রয়েছে। তারপরেই রাজ্য পুলিসের এসটিএফের সঙ্গে যোগাযোগ করে জম্মু ও কাশ্মীর পুলিস। গতকাল, শনিবার রাতে ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে জঙ্গি জাভেদকে গ্রেপ্তার করা হয়। ধৃত জঙ্গির বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল বলে জানা গিয়েছে। জাভেদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা