কলকাতা

নিউ আলিপুরে বস্তিতে  আগুন, উদ্ধারে সেনাও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপসিয়ার পর এবার নিউ আলিপুর। শীতের সন্ধ্যায় ফের শহরে অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যায় আগুন লাগে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের বস্তিতে। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। আগুন-আতঙ্কে দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রিজের উপর থেকে দমকলের গাড়ি জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। মাত্র আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও জায়গাটি ‘কুলিং’ করতে আরও সময় লাগে। রেললাইন লাগোয়া বস্তি হওয়ায় শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচলও এই ঘটনার জেরে ব্যাহত হয়। আগুন নেভানোর কাজে হাত লাগায় সেনাও। ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় কাউন্সিলার জুঁই বিশ্বাস সহ অন্যান্যরা। দমকলের প্রাথমিক অনুমান, বস্তির কোনও ঘরে দাহ্য পদার্থ মজুত ছিল। সেখানেই কোনওভাবে আগুন লেগে যাওয়ায় দ্রুত তা বড় আকার নেয়। কাউন্সিলার জুঁইদেবী বলেন, ‘রেলের জায়গা দখল করে অবৈধভাবে বস্তি গড়ে উঠেছিল। বাসিন্দাদের আধার, ভোটার বা কোনও পরিচয়পত্রের বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। পরে দফায় দফায় মোট ১৬টি ইঞ্জিন নিয়ে আসা হয়। পাশেই রয়েছে সেনার ক্যাম্প। সেখান থেকে ছুটে আসেন জওয়ানরা। আগুন নেভানোর কাজে দমকলকে সাহায্য করেন তাঁরা। ব্রিজের নীচে রাস্তা অপরিসর হওয়ায় দমকলের গাড়ি ঢোকাতে বেগ পেতে হয়। বেশ কিছুটা দূর থেকে পাইপ টেনে নিয়ে গিয়ে জল দেওয়া হয় অকুস্থলে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দুর্গাপুর ব্রিজের উপর থেকেও জল দেওয়ায় আরও বড় বিপত্তি ঘটেনি। এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর মেলেনি। তবে ঘটনার জেরে নিউ আলিপুরের রাস্তায় যানজট তৈরি হয়। কীভাবে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।  নিজস্ব চিত্র
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা