কলকাতা

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশে আটক বাগদার যুবক

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: প্রেম মানে না কোনও বাধা। দেশ বা সীমান্তের কাঁটাতারও প্রেমের কাছে হয়ে যায় তুচ্ছ। লোকমুখে এই কথার চল রয়েছে। কিন্তু তা যে সত্যি, নিখাদ প্রেমের জন্য যে অনেক কিছুই করা যায়, তার ফের প্রমাণ দিলেন বাগদার সুপ্রদীপ হালদার। গৃহবধূ প্রেমিকার সঙ্গে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে দেখা করতে গিয়ে আটকও হয়েছেন তিনি। ফলে দু’কূল হারিয়ে এখন তাঁর ঠাঁই বাংলাদেশে। এদিকে ভারতে ছেলের অপেক্ষায় দিন গুনছেন মা প্রতিমাদেবী। 
সীমান্তের জেলা উত্তর ২৪ পরগনায় বাংলাদেশের কাছাকাছি হল বাগদা ব্লক। এই ব্লকের থোয়াড়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা সুভাষ হালদার ও প্রতিমা হালদারের একমাত্র ছেলে সুপ্রদীপ। ভিন রাজ্যে কাজ করতেন তিনি। বাবা কেরালাতে কর্মরত। বাগদার বাড়িতে মা ও ছেলে থাকতেন। স্থানীয় একটি সুত্রের খবর, গ্রামের এক গৃহবধূর সঙ্গে সুপ্রদীপের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময় যত গড়ায় ততই প্রেমের সম্পর্ক মধুর হয়। বধূ বাংলাদেশ থেকে এসে এদেশে বসবাস শুরু করেছিলেন। স্বামীর অনুপস্থিতিতে দু’জনের অবৈধ প্রেম গাঢ় হয়। গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান গৃহবধূকে। তাঁদের মধ্যে বচসা হয়। এরপর দুই সন্তানকে নিয়ে বাংলাদেশ বাপের বাড়িতে চলে যান বধূ। সেখান থেকেও দু’জনের মধ্যে প্রেম চলতে থেকে। এরপর চলতি বছর দুই নভেম্বর আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন সুপ্রদীপ। বাড়ি না ফেরায় চিন্তায় মা তাঁকে ফোন করলেও যোগাযোগ করতে পারেননি। 
এরপর তাঁর দিদি অনলাইনে ফোনে যোগাযোগ করে জানতে পারেন বাংলাদেশ আছেন তিনি। তবে গত দু’দিন সুপ্রদীপের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাঁকে আটক করেছে বিজিবি। চাঁপাতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে খবর। এদিকে ছেলের খোঁজ না মেলায় শনিবার বাড়ির দিকে রওনা দিয়েছেন বাবা সুভাষ হালদার। ছেলের কথা জানতে পেরে কান্নায় ভেঙেও পড়েন। তাঁদের চিন্তা, ছেলেকে বাড়ি ফেরাবেন কি করে।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা