বিদেশ

বড়দিনের বাজারে গাড়ি চালিয়ে তাণ্ডব, জার্মানিতে মৃত পাঁচ, জখম ৭ ভারতীয়, গ্রেপ্তার সৌদি আরবের চিকিৎসক, নেপথ্যে জঙ্গি যোগ? 

বার্লিন: সপ্তাহান্তে জমে উঠেছিল জার্মানির ম্যাগডেবার্গের বড়দিনের বাজার। কেনাকাটায় ব্যস্ত সবাই। আচমকাই প্রবল গতিতে ধেয়ে আসে একটি গাড়ি। ভিড়ে ঠাসা রাস্তায় কিছু বুঝে ওঠার আগেই পিষে গেল বহু মানুষ। আর্ত চিৎকারে ভরে ওঠে পুরো এলাকা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। সাত ভারতীয় সহ জখম দুই শতাধিক। বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। জখম ভারতীয়দের সঙ্গে দূতাবাসের তরফে যোগাযোগ করা হয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছেন বিদেশ মন্ত্রক।  স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। জানা গিয়েছে, পেশায় চিকিৎসক বছর পঞ্চাশের ওই অভিযুক্ত সৌদি আরবের বাসিন্দা। হঠাৎ কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিস। ঘটনায় জঙ্গিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ম্যাগডেবার্গের এই ঘটনা আট বছর আগে বার্লিনের ভয়াবহ হামলার স্মৃতি উস্কে দিয়েছে। ২০১৬ সালে বার্লিনে ক্রিসমাস বাজারের মধ্যে ট্রাক চালিয়ে নিয়ে যায় এক জঙ্গি। এর জেরে ১৩ জনের মৃত্যু হয়েছিল। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, হঠাৎই বেপরোয়াভাবে ধেয়ে আসে কালো রঙের একটি বিএমডব্লিউ । প্রায় ৪০০ মিটার পর্যন্ত এলাকায় নির্বিচারে তাণ্ডব চালায় ওই গাড়ির চালক। পিষে দেয় বহু মানুষকে। আর মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় রাস্তা। চারদিকে কান্নার রোল আর চিৎকার। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, দমকল ও অ্যাম্বুলেন্স। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত চালক ২০০৬ সাল থেকে জার্মানিতে ঘাঁটি গেড়েছিলেন। ম্যগডেবার্গের দক্ষিণে প্রায় ৪০ কিলোমিটার দূরে বার্নবার্গ  শহরে রোগী দেখতেন। তিনি কোনও জঙ্গি সংগঠনের যুক্ত কি না তার তদন্ত  
শুরু হয়েছে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা