কলকাতা

ব্যান্ডেলে যুবক খুনে ধৃত স্ত্রী ও শাশুড়ি, পরকীয়া তত্ত্বেই সিলমোহর পুলিসের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেলের তরুণ রমেশ মুদালিয়াকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবারই ওই দু’জনকে আটক করা হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে শনিবার সকালে দু’জনকেই পুলিস গ্রেপ্তার করে। এদিন তাদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। ধৃতদের নাম ভারতী মুদালিয়া ও ইন্দ্রাস্বামী। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনের কথাবার্তায় অসংলগ্নতা মিলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই রমেশ বাড়িতে ছিলেন না। রাতেও বাড়িতে ফেরেননি। অথচ তা নিয়ে স্ত্রী ভারতীর কোনও তাপউত্তাপ ছিল না। শুক্রবার সকালে বাড়ির কাছেই রমেশের গলাকাটা ও প্রায় আড়াআড়ি চেরা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। সেই দৃশ্য দেখেও ভারতীর প্রতিক্রিয়া তদন্তকারীদের সন্দেহ বাড়িয়েছে।
চুঁচুড়া থানার পুলিস জানিয়েছেন, কিছু তথ্যের ভিত্তিতে মৃত রমেশের স্ত্রী ভারতী ও শাশুড়ি ইন্দ্রস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত জোরকদমে চলছে। একাধিক সূত্র মিলেছে। তদন্তকারীদের একটি অংশ দাবি করেছে, ওই ঘটনায় বেশ কিছু ব্যক্তির যুক্ত থাকার সম্ভাবনা আছে। তবে সমস্ত কিছুই প্রাথমিক পর্বে রয়েছে। চূড়ান্ত প্রমাণের জন্য আরও কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে। কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে। এদিন আদালতে যাওয়ার পথে ধৃত দু’জন মহিলাই অবশ্য বলেন, আমরা খুন করিনি। বৃহস্পতিবার রমেশ কোথায় গিয়েছিল, তাও জানি না। তবে মৃতের সৎমা নাগরানি মুদালিয়া বলেন, ভারতী অবৈধ সম্পর্কে রমেশ আপত্তি করেছিল। সেই কারণেই ওকে খুন করা হয়েছে।
শুক্রবার সকালে ব্যান্ডেলের কানাগড় টাওয়ার বাগানে বাড়ির কাছেই রমেশের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। পেশায় দিনমজুর রমেশের খুনের ঘটনা নিয়ে হইচই শুরু হতেই তাঁর স্ত্রীর পরকীয়ার তত্ত্ব সামনে আসে। পুলিস একপ্রস্থ তদন্ত করার পরে শনিবার সকালে খুনে যুক্ত থাকার অভিযোগে রমেশের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে।  নিজস্ব চিত্র
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা