কলকাতা

প্রিয়াঙ্গুর বাড়িতে বেনিয়মের তদন্তে  গিয়ে আক্রান্ত পুলিস, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অভিযোগের তদন্তে গিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল পুলিসকে। তদন্তকারী অফিসারদের বাড়িতে ঢুকতে বাধা দেন প্রিয়াঙ্গু পান্ডে নিজে এবং তাঁর আইনজীবী ও ঘনিষ্ঠরা। রীতিমতো ধাক্কাধাক্কি, মারধর চলে। পুলিসকে বাধা দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ন’নম্বর ওয়ার্ডের ছ’নম্বর গলিতে প্রিয়াঙ্গুর বাড়ি নিয়ে একটি এফআইআর হয়। সেই নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। হাইকোর্ট তাঁকে গ্রেপ্তার করতে নিষেধ করলেও তদন্তে আপত্তি জানায়নি। সেই নির্দেশ পেয়ে শনিবার সন্ধ্যায় বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে যান। তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন প্রিয়াঙ্গু ও তাঁর অনুগামীরা। গোলমাল শুরু হয়ে যায়। ভাটপাড়া থানার আইসি অর্ধেন্দু সরকার আহত হন। প্রিয়াঙ্গুর ঘনিষ্ঠ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা বলেন, অর্জুন সিং যখন চেয়ারম্যান ছিলেন, তখন প্রিয়াঙ্গুর সঙ্গে চুক্তি হয়েছিল যে, ওই জমিতে ২১ হাজার বর্গফুটের বাড়ি বানাবেন। কিন্তু বাড়ি বানিয়েছিলেন ৩৫ হাজার বর্গফুটের। এই অনিয়ম করায় আমরা পুরসভার পক্ষ থেকে থানায় এফআইআর করেছি। পুলিস তার তদন্তে নেমে আহত হয়েছে বলে শুনেছি। এদিকে ঘটনার খবর পেয়ে প্রিয়াঙ্গুর বাড়িতে আসেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, এর আগেও প্রিয়াঙ্গুকে গুলি করে খুন করার চেষ্টা হয়েছিল। এদিনও খুন করতেই এসেছিল। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা