কলকাতা

এয়ার পিউরিফায়ার থেকে স্ট্রেস কমানোর পদ্ধতি, বিজ্ঞান মেলায় নানা মডেল পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল, কলেজের পড়ুয়ারা বিজ্ঞান ভিত্তিক মডেল নিয়ে এসেছে। কেউ দেখিয়েছে, হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে ব্রিজ খোলার পদ্ধতি, কীভাবে কাজ করে বুলডোজার। কলেজের পড়ুয়ারা নিয়ে এসেছে বাতাস শুদ্ধ করার ছোট আকারের যন্ত্র। আবার কেউ বুঝিয়েছে, মানুষের মনে ‘স্ট্রেস’ কীভাবে বাসা বাধে। হাতে কলমে বিজ্ঞান শেখানোর প্রক্রিয়াও চলেছে একসঙ্গে।
ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি, সত্যেন্দ্রনাথ বসু সায়েন্স লার্নিং সেন্টার ও ডেমোক্রেটিক রিসার্চ স্কলার্স অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। জগৎ মুখার্জি পার্কে একাধিক স্টল হয়েছে। পড়ুয়ারা বিজ্ঞান মডেল নিয়ে উপস্থিত। মঞ্চে চলছে সায়েন্স শো, সেমিনার। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক নবকুমার মণ্ডল। উপস্থিত ছিলেন অধ্যাপক অমিতাভ দত্ত, অয়ন বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা ভদ্র, ড. দেবাশিস ভট্টাচার্য, ড. নীলেশ রঞ্জন মাইতি। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রতিনিধিরা সায়েন্স শো প্রদর্শন করেন। রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রী অনন্যা ভৌমিক ও সরশুনা ল কলেজের ছাত্র সমীর বিশ্বাস নিয়ে এসেছিলেন মিনিয়েচার এয়ার পিউরিফায়ার। ছোট একটি বাক্সের ভিতর রয়েছে পাখা। সমীর বলেন, ‘অনেক সময় ঘর মশা মারার ধূপ বা অন্যান্য কিছুর ধোঁয়ায় ভরে যায়। একটা নির্দিষ্ট মাত্রায় ধোঁয়া যন্ত্রে পৌঁছলে পাখা ঘুরতে শুরু করবে।’ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির একঝাঁক পড়ুয়া ‘গেয়ার টেকনোলজি’ বুঝিয়ে দিচ্ছিল। আজ, রবিবারও চলবে মেলা। বিতর্ক সভা, স্কাই ওয়াচিংয়ের পাশাপাশি সেমিনার হবে। শেষ দিন উপস্থিত থাকবেন সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অধ্যাপক রামকৃষ্ণ দাস, ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী প্রবাল চৌধুরী, আইসার-কলকাতার ডিরেক্টর ও ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। 
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা