খেলা

অভিষেকের ১৭০, দাপটে জয়ী বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুরন্ত জয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু বাংলার। হায়দরাবাদে প্রথম ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে দুরমুশ করেছে লক্ষ্মীরতন শুক্লার দল। সৌজন্যে অভিষেক পোড়েলের অনবদ্য শতরান। টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭২ রান তোলে দিল্লি। জবাবে অভিষেকের চওড়া ব্যাটের সামনেই আত্মসমর্পণ করলেন ইশান্ত শর্মা, নবদীপ সাইনিরা। ম্যাচের নায়কের ১৩০ বলে অপরাজিত ১৭০ রানের ইনিংস সাজানো ছিল ১৮টি চার ও ৭টি ছক্কায়।
হায়দরাবাদে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। শুরুটা ভালো হয়নি দিল্লির। প্রথম ওভারেই ওপেনার প্রিয়াংশ আর্যকে (৪) ফেরান মুকেশ কুমার। সেই ধাক্কা সামলে অবশ্য হিম্মত সিং (৬০) ও অনুজ রাওয়াত (অপরাজিত ৭৯) দিল্লিকে ভদ্রস্ত জায়গায় পৌঁছে দেন। বাংলার সফলতম বোলার মুকেশ কুমারের সংগ্রহ চারটি উইকেট। মহম্মদ সামির অভাব খুব একটা টের পেতে দেননি তিনি। জবাবে বাংলার শুরুটাও ভালো হয়নি। ওপেনার করণ লাল মাত্র ৫ রান করে আউট হন। ক্যাপ্টেন সুদীপ ঘরামি ২৩ ও অনুষ্টুপ মজুমদার ৩৭ রান করে ফেরেন। তবে চাপের মুখেও বিধ্বংসী ব্যাটিং জারি ছিল ওপেনার অভিষেক পোড়েলের। লিস্ট-এ ক্রিকেটে প্রথম শতরানের পাশাপাশি দলকে জিতেয়েই মাঠ ছাড়েন তিনি। কোচ লক্ষ্মীরতন শুক্লার কথায়, ‘অভিষেকের জন্য কোনও প্রশংসায় যথেষ্ট নয়। পাশাপাশি মুকেশও ভালো বল করেছে।’
এদিকে, শ্রেয়স আয়ারের ১১৪ রানের অপরাজিত ইনিংসও হার এড়াতে পারেনি মুম্বইয়ের। কর্ণাটকের কাছে সাত উইকেটে হেরেছেন সূর্যকুমার যাদবরা। প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ৪ উইকেটে ৩৮২। জবাবে ২২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় কর্ণাটক। সৌজন্যে কৃষ্ণাণ শ্রীজিতের অপরাজিত ১৫০ রানের ইনিংস। অন্যদিকে, লিস্ট-এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির গড়েছেন পাঞ্জাবের আনমোলপ্রীত সিং। মাত্র ৩৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন তিনি। ৪৫ বলে তাঁর অপরাজিত ১১৫ রানের ইনিংসে ভর করেই অরুণাচল প্রদেশকে (১৬৪) ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে পাঞ্জাব (১৬৭-১)।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা