দেশ

যোগীরাজ্যে ফের এনকাউন্টার! পুলিসের গুলিতে নিহত তিন খলিস্তানি জঙ্গি

লখনউ, ২৩ ডিসেম্বর: ফের একবার যোগীরাজ্যে এনকাউন্টারের ঘটনা। এবার উত্তরপ্রদেশ ও পাঞ্জাব পুলিসের যৌথ বাহিনীর গুলিতে নিহত হল তিন খলিস্থানি জঙ্গি। গতকাল, রবিবার রাতে পিলভিটে এই এনকাউন্টার ঘটেছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। নিহত তিন জঙ্গি হল গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ও যশনপ্রীত সিং। এই তিন জনই পাঞ্জাব পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’ অপরাধী ছিল।
পুলিস সূত্রে দাবি করা হয়েছে, গতকাল উত্তরপ্রদেশের পিলভিটে ওই তিন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিস। এরপর যৌথ বাহিনী অভিযান চালালে, পুলিসের উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা উত্তর দেয় পুলিসও। উত্তরপ্রদেশ ও পাঞ্জাব পুলিসের যৌথ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয় তিন জঙ্গি। তাদেরকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তিন জনের মৃত্যু হয় বলে দাবি করেছে পুলিস। জানা গিয়েছে, নিহতদের বয়স ২৩ বছরের কম। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ ও বেশ কয়েকটি গ্লক পিস্তল উদ্ধার করেছে পুলিস।
উল্লেখ্য, এই তিন জঙ্গিই পাঞ্জাবে একটি পুলিস পোস্টের উপর গ্রেনেড হামলায় অভিযুক্ত। গত বুধবার পাঞ্জাবের গুরুদাসপুরে এই হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় দায় স্বীকার করেছিল খলিস্থানি জঙ্গি গোষ্ঠী। এরপর থেকেই গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ও যশনপ্রীত সিং ছিল পাঞ্জাব পুলিসের ওয়ান্টেড লিস্টে। রবিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হল তিন জনেরই।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা