দেশ

অগ্নি নির্বাপণ বিধি ভঙ্গের অভিযোগ, কোহলির পানশালাকে নোটিস

বেঙ্গালুরু: ব্যাট হাতে সময় খুব একটা ভালো যাচ্ছে না। এবার মাঠের বাইরেও বিপাকে বিরাট কোহলি। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের পানশালা ‘ওয়ান৮ কমিউন’-এর বিরুদ্ধে নোটিস জারি করেছে বেঙ্গালুরু বৃহৎ মহানগর পালিকে (বিবিএমপি)। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ওই পানশালাকে নোটিস ধরানো হয়েছে।
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর এমজি রোডের রতনমস কমপ্লেক্সের সাত তলায় রয়েছে কোহলির পানশালা। যা চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামের খুব কাছে। সূত্রের খবর, দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই চলছে ওই রেস্তরাঁ। এমনই অভিযোগ জানিয়েছেন দুই সমাজকর্মী এইচ এম বেঙ্কটেশ ও কুনিগল নরসিংহমূর্তি। তার ভিত্তিতে ২৯ নভেম্বর একটি নোটিস জারি করেছিল বিবিএমপি। তবে এখন পর্যন্ত তার কোনও উত্তর দেয়নি ‘ওয়ান৮ কমিউন’। এবার অবশ্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিবিএমপির শান্তিনগর শাখার স্বাস্থ্য আধিকারিক। সময়ের মধ্যে জবাব না দিলে ওই পানশালার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। 
বেঙ্কটেশের অভিযোগ, ‘বেঙ্গালুরুর একাধিক বহুতলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়াই চলছে বিভিন্ন পানশালা ও রেস্তরাঁ। অতীতে অগ্নিকাণ্ডের জেরে অনেকের মৃত্যু হয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা রুখতে প্রত্যেকটি জায়গার অডিট করেছে বিবিএমপি ও দমকল বিভাগ। নিয়ম ভঙ্গকারীদের জন্য কড়া আইন তৈরি করা হয়েছে। তা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে বেশকিছু পানশালা ও রেস্তরাঁ।’
এটাই অবশ্য প্রথমবার নয়। গত জুলাইতেও কোহলির পানশালার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। নির্ধারিত সময় রাত ১ টার পরও পানশালা খোলা রাখার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার ফের বিপাকে পড়ল ভারতীয় ক্রিকেটারের এই পানশালা।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা