দেশ

ভোটের তথ্য নিয়ে বিধি বদল: মোদি সরকারের কড়া সমালোচনা খাড়্গের

নয়াদিল্লি: ভোট সংক্রান্ত বিধিতে কেন্দ্রের সংশোধনীকে নিয়ে মোদি সরকারকে কড়া আক্রমণ করল কংগ্রেস।  সম্প্রতি নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে এসংক্রান্ত আইনে বদল এনেছে আইন মন্ত্রক। বলা হয়েছে, চাইলেই আর বুথের সিসি ক্যামেরা ও ওয়েবকাস্টিং ফুটেজের মতো বৈদ্যুতিন নথিগুলি দেখতে পারবেন না সাধারণ মানুষ। এই ঘটনায় ভোট প্রক্রিয়ার সচ্ছ্বতা থাকবে না বলে দাবি করেছে বিরোধীরা। এতদিন ভোট সংক্রান্ত সমস্ত নথি জনসমক্ষে আনার ব্যাপারে কোনও বিধিনিষেধ ছিল না। এখন কেন্দ্র তথ্য প্রকাশে লাগাম টানায় বিরোধীদের প্রশ্ন, ঠিক কী লুকোতে চাইছে সরকার? এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পরিকল্পনামাফিক ষড়যন্ত্র করে ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে ধ্বংস করে দিচ্ছে মোদি সরকার। এই পদক্ষেপ দেশের সংবিধান ও গণতন্ত্রের উপর বড়সড় আঘাত। একে রক্ষা করতে আমরা সবরকম চেষ্টা করব। 
উল্লেখ্য, দেশের নির্বাচন কমিশনার বাছাই সংক্রান্ত প্যানেল থেকে ইতিমধ্যেই প্রধান বিচারপতিকে বাদ দিয়েছে কেন্দ্র। এদিন সেই প্রসঙ্গও উল্লেখ করেন খাড়্গে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভোটে অনিয়ম নিয়ে একাধিকবার কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কিছু ক্ষেত্রে বিষয়টি গুরুতর হলেও অভিযোগের প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেনি তারা। এর থেকেই বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সংস্থার নিরপেক্ষতা বজায় থাকছে না।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা