দেশ

আর লম্বা লাইন নয়, ১ জানুয়ারি থেকে পুরীর জগন্নাথদেব  দর্শনের নয়া নিয়ম

ভুবনেশ্বর: আর ভিড়ে ঠাসা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা নয়। দর্শনার্থীদের কথা মাথায় রেখে নতুন বছর, অর্থাৎ ১ জানুয়ারি থেকে নয়া ব্যবস্থা চালু করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এর জেরে হুড়োহুড়ি-ঠেলাঠেলি ছাড়াই সুষ্ঠুভাবে মন্দিরের বিগ্রহ দর্শন করা যাবে। শুধু তাই নয়। মহিলা, প্রবীণ নাগরিক, শিশু ও বিশেষভাবে সক্ষমদের জন্য করা হয়েছে পৃথক পৃথক লাইন ও ব্যারিকেডের বন্দোবস্ত। রবিবার এমনই জানিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন।
নতুন এই ব্যবস্থায় সত পহাচা গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা। বেরোবেন ঘণ্টি দ্বার ও গরুড় দ্বার দিয়ে। এনিয়ে মন্দিরের প্রশাসক অরবিন্দ পাড়হী জানান, ভিড় কমাতে নাটমণ্ডপে ছ’টি লাইন তৈরি করা হয়েছে। মহিলা, শিশু, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা করেই লাইন রয়েছে। থাকছে কোলাপসিবল ব্যারিকেডও। জানা গিয়েছে, প্রসাদ নেওয়ার স্থান আনন্দবাজারে ভিড় সামলাতে মন্দিরের নিরাপত্তারক্ষীদের পাশাপাশি ২০ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মী মোতায়েন করা হবে। এদিন মন্ত্রী জানান, ‘পরিকল্পনামাফিক ২৭-২৮ তারিখের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত কাজ শেষ হবে। এরপর ৩০ ও ৩১ ডিসেম্বর পুরো ব্যবস্থা পরীক্ষামূলকভাবে খতিয়ে দেখা হবে। ১ জানুয়ারি থেকে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। নির্বিঘ্নে করতে পারবেন জগন্নাথ দর্শন।’
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা