দেশ

কার্গিলে পাক অনুপ্রবেশের খবর দেওয়া মেষপালক তাশির মৃত্যু

শ্রীনগর: ১৯৯৯ সালের মে মাস। ভারতের উপর অতর্কিতে হামলার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তানি সেনা। শত্রু দেশের সেই গোপন পরিকল্পনায় জল ঢেলে ভারতীয় সেনাকে সতর্ক করে দিয়েছিলেন লাদাখের মেষপালক তাশি নামগ্যাল। কার্গিলে পাকিস্তানি অনুপ্রবেশের খবর আগাম  পাওয়ায় তাৎক্ষণিক বড় ক্ষয়ক্ষতি এড়িয়ে প্রত্যাঘাতের প্রস্তুতি সেরে ফেলে ভারত। শনিবার হঠাৎই মৃত্যু হয়েছে ওই মেষপালকের।  বয়স হয়েছিল ৫৮ বছর। সেন্ট্রাল লাদাখের আর্য উপত্যকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কোর। এক্স হ্যান্ডলে তাদের পোস্ট, তাশির আকস্মিক প্রয়াণে আমরা গভীর শোকাহত। একজন প্রকৃত দেশপ্রেমীকে আমরা হারালাম। লাদাখের ওই বীরের আত্মার শান্তি কামনা করি। সেনা আরও জানিয়েছে, ১৯৯৯ সালে অপারেশন বিজয়ের সময় তাঁর অবদান অনস্বীকার্য। সোনার অক্ষরে তা লেখা থাকবে। এই কঠিন সময়ে তাশির পরিবারকে সমবেদনা জানিয়েছে সেনা। 
এদিন বাহিনীর তরফ থেকেও তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেনা সূত্রে খবর, ১৯৯৯ সাল। মে মাস সবে পড়েছে। বাটালিক রেঞ্জে হারিয়ে যাওয়া ইয়াক খুঁজতে গিয়েছিলেন তাশি। সেখানে কয়েকজন পাকিস্তানি সেনাকে পাঠান পোশাকে বাঙ্কার খুঁড়তে দেখেন তিনি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে দ্রুত ভারতীয় সেনাকে সতর্ক করেন লাদাখের ওই মেষপালক। সময় নষ্ট না করে দ্রুত পদক্ষেপ নেয় বাহিনী। ওই এলাকায় সামরিক প্রত্যাঘাতের প্রস্তুতি সেরে ফেলে সেনা। তাশির এই সতর্কতার কারণে ভারতের দিকে বড়সড় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছিল। তার জেরে সেই সময় থেকেই ‘হিরো’র মর্যাদা পেয়েছেন তাশি। তাই তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাহিনীতেও। প্রসঙ্গত,  সেবছরের ৩ মে থেকেই কার্গিল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে বহু সেনা-জওয়ান শহিদ হলেও পাকিস্তানকে পরাস্ত করে ভারত। 
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা