দেশ

ফুলশয্যার রাতে নববধূর আজব আবদার, বিয়ে ভাঙলেন ‘হতবাক’ বর

লখনউ: মালা বদল থেকে সাত পাক, সবকিছুই ঠিকঠাক মিটেছিল। কিন্তু গোল বাঁধল ফুলশয্যার রাতে। নববধূর আবদার শুনে চক্ষু চড়কগাছ বরের।  মুখ দেখতে গেলে নাকি দিতে হবে বিয়ার, গাঁজা।  সেইসঙ্গে পাঁঠার মাংসও দিতে হবে বলে বরকে স্পষ্ট জানিয়ে দেন স্ত্রী। সদ্য বিবাহিত স্ত্রীর এমন ‘অনুরোধে’ পায়ের তলার মাটি সরে যায় বরের। পরে এনিয়ে শুরু হয় তুমুল অশান্তি। শেষে থানা পর্যন্ত গড়ায় বিষয়টি। রাগে বিয়ে ভেঙে দেন বর। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের সাহারানপুরের। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, কনে পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। অপরদিকে পাত্রের বাড়ি সাহারানপুরে। গত সোমবার ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। বুধবার ফুলশয্যার রাতেই ঘটে যত বিপত্তি। আর্জি মানলে মুখ দেখতে দেবেন স্ত্রী, এমন শর্তে রাজি হন স্বামী। স্ত্রী প্রথমে তাঁর কাছে বিয়ারের আর্জি জানায়। এমন আব্দার শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে যান বর। যাই হোক শেষ পর্যন্ত বিয়ারের ব্যবস্থাও করে ফেলেন তিনি। কিন্তু এরপরে স্ত্রী গাঁজা ও পাঠার মাংস খেতে চেয়ে স্বামীর কাছে অনুরোধ করেন। কিন্তু শত চেষ্টা করেও গাঁজা আর পাঁঠার মাংস জোগাড় করতে পারেননি সদ্য বিবাবিত যুবক। তিনি বুঝে যান তাঁর স্ত্রী নেশা করেন এবং তৃতীয় লিঙ্গের। স্ত্রীর আর্জি পূরণ না হওয়ায় দু’জনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। ফুলশয্যার রাত কার্যত বিভীষিকায় পরিণত হয় যুবকের কাছে। দু’জনের মধ্যে অশান্তি শুনে টের পেয়ে যান পরিবারের অন্য সদস্যরা। তাঁর স্ত্রী তৃতীয় লিঙ্গের বলে দাবি করেন যুবক। পরের দিন কনে পক্ষের সঙ্গেও বর পক্ষের তুমুল অশান্তি বাধে। শেষ পর্যন্ত সাহারানপুর থানার দ্বারস্থ হয় উভয় পরিবার। ওই তরুণী তৃতীয় লিঙ্গের হওয়া সত্ত্বেও আগাম না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছে বলে যুবকের পরিবারের অভিযোগ। এনিয়ে কোনও অভিযোগ দায়ের না হলেও, পুলিসের তরফে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত কনের সঙ্গে সংসার করতে রাজি হননি বর। বিয়ে ভেঙে দেন তিনি।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা