খেলা

ধাক্কা সামলে পাঞ্জাব ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া কোচ মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একা রামে রক্ষে নেই, সুগ্রিব দোসর। গ্রেগ স্টুয়ার্টের পর চোটের খাতায় নাম লেখালেন দিমিত্রি পেত্রাতোস। কলকাতায় ফেরার পর রবিবার অজি তারকার এমআরআই হয়েছে। রিপোর্ট মিলবে সোমবার। তবে বৃহস্পতিবার পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অনিশ্চিত তিনি। স্বভাবতই কোচ হোসে মোলিনার কপালে চিন্তার ভাঁজ। কারণ, গোয়ার মাণ্ডবী নদীতে ডুবেছে মোহন বাগানের পালতোলা নৌকা। স্টুয়ার্টহীন মাঝমাঠ সামলানোর দায়িত্ব ছিল পেত্রাতোসের উপর। কিন্তু অজি ফুটবলার চেনা ফর্মের অনেক দূরে। সেই সুযোগ কাজে লাগায় এফসি গোয়া। এর ফলে খুব সহজেই শুক্রবার বাগান রক্ষণের বেড়া ভাঙল মানোলো মার্কুয়েজ ব্রিগেড। সবুজ-মেরুন কোচ মোলিনার নোটবুকে সেসব তোলা রয়েছে। কিন্তু উপায় কী? মাঝমাঠে বল ফিডার কোথায়?
 চলতি মুরশুমে শুরুটা দারুণ করেছিল পাঞ্জাব। একটা সময় পয়েন্ট টেবিলে উপরের দিকে ছিল দিলমপেরিসের ছেলেরা। তবে শেষ কয়েকটি ম্যাচে সেই ছন্দ ধরে খেতে ব্যর্থ তারা। সর্বশেষ কলকাতায় ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দু’গোলে লিড নিয়েও ২-৪ ব্যবধানে বশ মানেন লুকা মাচেনরা। তাই ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া পাঞ্জাব। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে তিন পয়েন্ট অর্জনের কাজটা বেশ কঠিন মোহন বাগানের কাছে। তাই সময় নষ্ট না করে রবিবার ঘরের মাঠে অনুশীলন সারল সবুজ-মেরুন ব্রিগেড। গোয়া ম্যাচে খেলা প্রথম একাদশের ফুটবলাররা অবশ্য স্রেফ রিহ্যাবই করলেন। বাকিরা গা ঘামিয়েছেন পুরোদমে। তবে মাঠে এলেও প্র্যাকটিস করেননি দিমিত্রি। গ্রেগ স্টুয়ার্টও ফিজিওর তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত থাকেন। স্কটিশ মিডিওকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ থিঙ্কট্যাঙ্ক। তাই মাঝমাঠে হাল ফেরানোর রসায়ন খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ কোচ হোসে মোলিনার।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা