খেলা

খুব তাড়াতাড়ি বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চাই

মানস ভট্টাচার্য: কলকাতা লিগে কমেন্ট্রি করার সুবাদে গতবার পিভি বিষ্ণুকে প্রথম দেখেছিলাম ময়দানে। এত কম বয়সে ওর ফুটবল দক্ষতা বেশ মনে ধরেছিল আমার। দীর্ঘদিন বাদে কেরল থেকে একজন প্রতিভাবান উইঙ্গার উঠে এসেছে। গত আইএসএলেও বেশ কয়েকটি ম্যাচে ও সুযোগ পায়। তবে ওই আসরে খুব একটা ধারাবাহিকতা মেলে ধরতে পারেনি। এবার অবশ্য কোচ অস্কার ব্রুজোঁ দারুণভাবে ব্যবহার করছে বিষ্ণুকে। বলতে দ্বিধা নেই, চলতি আইএসএলে ইস্ট বেঙ্গলের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় অবদান রয়েছে ওর। পাঞ্জাবের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে বিষ্ণুই ম্যাচের রং বদলে দিয়েছিল। আমার নজরে সেদিন ওই ছিল ম্যাচের সেরা। নিজে জাল কাঁপানোর পাশাপাশি ডেভিডকে গোলের জন্য দারুণ বল সাজিয়ে দিয়েছিল। শনিবার প্রথম একাদশে সুযোগ পেয়ে আরও বেশি ক্ষুরধার পারফরম্যান্সের মাধ্যমে নিজের জাত চিনিয়েছে। বল কন্ট্রোলের পাশাপাশি উইং থেকে কাট করে বক্সে ঢোকার ক্ষেত্রে ওর মুন্সিয়ানা রয়েছে। ইস্ট বেঙ্গল যদি ওকে ঠিক মতো ব্যবহার করতে পারে, তাহলে আগামী দিনে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। প্রতিভাবান বিষ্ণুকে খুব তাড়াতাড়ি জাতীয় দলেও দেখতে চাই।
গত কয়েক দশকে ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। আমাদের সময়ে মূলত ৪-২-৪ ফর্মেশনে খেলা হতো। ফলে উইঙ্গারদের অনেক বেশি অ্যাটাকিং খেলতে হতো। তবে বর্তমানে মাঝমাঠ থেকে খেলা তৈরি করে উঠতে হয়। এই জায়গায় বিষ্ণু দারুণভাবে নিজেকে মেলে ধরছে। ও শুধু সতীর্থদের জন্য বল সাজাচ্ছে না, একই সঙ্গে গোলের লক্ষ্যে নিজেও সঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে। তবে বল ছাড়ার ক্ষেত্রে ওকে আরও বেশি সচেতন থাকতে হবে। বড্ড বেশি বল হোল্ড করছে। ফলে প্রতিপক্ষ নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পেয়ে যাচ্ছে। এটা অবশ্য খেলতে খেলতে রপ্ত হয়ে যাবে। কোচও নিশ্চয়ই অনুশীলনে ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। সব মিলিয়ে বিষ্ণুর ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।
একই সঙ্গে ইস্ট বেঙ্গলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কোচ অস্কারের প্রশংসাও করতে হবে। কুয়াদ্রাতের সময় দলকে বেশ এলোমেলো দেখিয়েছে। দিনের পর দিন উদ্দেশ্যহীন ফুটবল খেলেছে। অস্কার দায়িত্ব নিয়েই সবার আগে দলটাকে এক সুতোয় বাঁধেন। খেলোয়াড়দের মধ্যেও জেতার তাগিদ দেখা গিয়েছে। ক্লেটনকে নিয়ে কত কী লেখালেখি হচ্ছিল। তবে গত কয়েক ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়েছে ৩৭ বছরের এই ব্রাজিলিয়ান। মনে রাখতে হবে, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই শেষ দু’টি ম্যাচে জিতেছে ইস্ট বেঙ্গল। আগামী দিনে এই ছন্দ ধরে রাখতে পারলে অস্কার ব্রিগেডকে ঘিরে প্রত্যাশা আরও বাড়বে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা