দেশ

বাংলায় ধৃত কাশ্মীরি জঙ্গি, দেশজুড়ে জাল ছড়াচ্ছে লস্কর, রাজ্য পুলিসের সঙ্গে যৌথ অভিযানে সাফল্য     

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত সন্দেহভাজন জঙ্গিকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার রাতে রাজ্য পুলিসের এসটিএফ এবং কাশ্মীর পুলিসের যৌথ অভিযানে জাভেদ মুন্সি নামে কাশ্মীরের ওই বাসিন্দাকে পাকড়াও করা হয়। তাঁর সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার যোগ রয়েছে বলে খবর। শুধু তাই নয়, দেশজুড়ে লস্করের জাল বিস্তার এবং কাশ্মীরে হুরিয়ত আন্দোলনকে ফের চাঙ্গা করতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সহ বিভিন্ন জায়গায় তিনি প্রচার চালাচ্ছিলেন বলে জেনেছেন তদন্তকারীরা।
এসটিএফ সূত্রে খবর, ন’য়ের দশকে জাভেদ কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনে নাম লেখান। মগজ ধোলাইয়ের পর তাঁকে পাকিস্তানে পাঠানো হয়। সেখানে আইইডি (বিস্ফোরক বিশেষ) তৈরি ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। লস্করের বড় মাথাদের সঙ্গেও যোগাযোগ তৈরি হয় সেখানে। পাকিস্তানের পাসপোর্ট তৈরি করে ফেলেন। ভারতে ফিরে তেহরিক-উল-মুজাহিদিনের হয়ে কাজ শুরু করে দেন তিনি। কাশ্মীর পুলিস জানতে পারে, জাভেদ নেপাল হয়ে নিয়মিত পাকিস্তানে আসা-যাওয়া করছেন। কাশ্মীর উপত্যকায় সংগঠন বাড়ানোর পাশাপাশি গোটা দেশে লস্করের ‘নেটওয়ার্ক’ মজবুত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় থাকা কাশ্মীরি যুবকদের লস্করের সঙ্গে যুক্ত করার কাজ শুরু করেছেন তিনি। তদন্তে আরও জানা যায়, ভূস্বর্গের একটি খারিজি মাদ্রাসায় সদ্য নিযুক্ত ‘জেহাদি’-দের অস্ত্র চালনা ও বিস্ফোরক তৈরির প্রশিক্ষণও দেন জাভেদ। পাকিস্তান থেকে আসছিল অস্ত্র ও টাকা। সেই রসদ আনতেই তিনি বারবার নেপাল ও বাংলাদেশে যাতায়াত করছেন। কাশ্মীরের বিভিন্ন জায়গায় আইইডি তৈরি করে একের পর এক বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় তাঁর। ২০১১ সালে আহলে হাদিসের এক নেতাকে খুনের অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন তিনি।
জেল থেকে ছাড়া যখন ছাড়া পান, ততদিনে তেহরিক-উল-মুজাহিদিনের সংগঠন পঙ্গু। তখন তিনি লস্করের হয়ে পুরোদমে কাজ শুরু করে দেন। লস্করের নির্দেশেই কাশ্মীরে হুরিয়ত আন্দোলনকে ফের সক্রিয় করতে তৎপর হন তিনি। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কাশ্মীরি যুবকদের এককাট্টা করতে তিনি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ান। সেই সূত্রেই বাংলায় তাঁর আনাগোনা বেড়েছিল। পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকা ঘুরে তিনি দেখে নেন, কোন পথ দিয়ে সহজে বাংলাদেশে গিয়ে লস্করের ‘হ্যান্ডলার’দের সঙ্গে দেখা করা যাবে। ইতিমধ্যে হুরিয়ত আন্দোলন ফের চাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে বলে জানতে পেরে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে কাশ্মীর পুলিস। তখনই তারা জানতে পারে,  জাভেদের এক আত্মীয় পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে থাকেন এবং শালের ব্যবসা করেন। সেখানেই ঘাপটি মেরে রয়েছেন জাভেদ। তারপর শনিবার এসটিএফ ও কাশ্মীর পুলিস যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তরে করে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কাশ্মীর নিয়ে যাচ্ছে পুলিস। শাল বিক্রির পাশাপাশি তাঁর ওই আত্মীয়ও 
জঙ্গি সংগঠনের কাজও করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা