দেশ

মমতার থিমে সায় কেন্দ্রের, সাধারণতন্ত্র  দিবসে দিল্লিতে ফিরছে বাংলার ট্যাবলো

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: গতবার ‘কন্যাশ্রী’কে বাদ দেওয়া হয়েছিল। তবে এবার ২৬ জানুয়ারি রাজধানীর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে জায়গা করে নিল পশ্চিমবঙ্গ। ঐতিহ্যকে অক্ষত রেখে উন্নয়নের উড়ান ওড়ানোয় মমতা ব঩ন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প ‘বাংলার লোকপ্রসার’কে স্বীকৃতি দিল মোদি সরকার। এবার আর বাদ দিতে পারল না। মিলল প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন। রাজ্য যে ‘সিলেক্টেড’, তা জানিয়ে শনিবার কেন্দ্রের চিঠি গিয়েছে নবান্নে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ট্যাবলো নির্মাণে ২৫ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় রঙ্গশালায় কারিগর পাঠাতে বলা হয়েছে। লোকপ্রসারের মডেল দেখেই মজে গিয়েছে নির্বাচক কমিটি। 
পশ্চিমবঙ্গের পাশাপাশি কর্ণাটক, ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের মতো বিজেপি বিরোধী রাজ্যকে এবার জায়গা দেওয়া হয়েছে। যদিও বাদ গিয়েছে অরবিন্দ কেজরিয়ালের দিল্লি। এই নিয়ে পরপর চার বছর। ডিএমকের শাসনে চলা তামিলনাড়ু, কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, হিমাচল প্রদেশও বাদ। তবে বিজেপি শাসিত সাত রাজ্যকে জায়গা দেওয়া হয়েছে। সেগুলি হল গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাত। এনডিএ’র জোট শরিক রাজের রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশকেও বেছে নিয়েছে ট্যাবলো কমিটি। এছাড়া স্থান পেয়েছে চণ্ডীগড়, দাদরা-নগর হাভেলি এবং দমন-দিউ। 
এবার ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের সার্বিক থিম, ‘স্বর্ণিম ভারত: বিরাসত সে বিকাশ।’ অর্থাৎ স্বর্ণময় ভারতের ঐতিহ্য থেকে উন্নয়ন। রাজ্যগুলিকে যে যার মতো মডেল তৈরি করে পাঠাতে বলেছিল প্রতিরক্ষা মন্ত্রক। ১১ নভেম্বর থেকে হয়েছে ছ’টি বৈঠক। সামান্য কিছু অদলবদল করে বাংলার লোকপ্রসারের মডেলে সায় দিয়েছে কেন্দ্র। বাংলার ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রত্যন্ত প্রান্তের প্রত্যেক লোকশিল্পীকে স্বীকৃতি আর অর্থনৈতিক দৃঢতা দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। এখনও পর্যন্ত রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী এই প্রকল্পের অধীনে এসেছেন। 
তাই ঐতিহ্য থেকে উন্নয়নের থিমে মমতার উদ্যোগকেই স্বীকৃতি দিচ্ছে কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহল আর টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ছৌ এবং বাউলের পারফরম্যান্সেই বাংলার মডেলকে সম্মতি দিয়েছে কেন্দ্র। ট্যাবলোর গাড়িতে থাকবে মডেল। আর কর্তব্যপথে লোকশিল্প প্রদর্শন। হবে বাউল গান ও ছৌ নৃত্য। যা দেখতে মুখিয়ে দেশ। 
উত্তরপ্রদেশ কুম্ভ এবং সমুদ্র মন্থনের মডেল তুলে ধরেছে। কেন্দ্রশসিত অঞ্চল চণ্ডীগড় ১০ বছর পর ফের জায়গা পেল সাধারণতন্ত্র দিবসের প্যারেডে। রকমারি, রঙবেরঙের ট্যাবলোয় ২০২৫ সালের ট্যাবলোর মিছিল আকর্ষণীয় হবে বলেই কেন্দ্রের মত। 
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা